• বরের ইনস্টাগ্রাম পোস্টে এক্সের লাভ রিঅ্যাকশন, তুমুল অশান্তি, বালতি দিয়ে মারামারি...
    এই সময় | ১৬ নভেম্বর ২০২৫
  • কেলেঙ্কারি কাণ্ড বললেও কম বলা হয়। ইনস্টাগ্রামে বরের প্রোফাইলে লাভ রিঅ্যাক্ট করেছিলে প্রাক্তন প্রেমিকা। তা নিয়ে তুমুল অশান্তি শুরু হয়। মারামারিতে ফাটে মাথা, ঝরে রক্ত। জলপাইগুড়ির ধূপগুড়ির ঘটনা। পুলিশ ঘটনার তদন্ত করছে।

    ধূপগুড়ি ওভারব্রিজ সংলগ্ন ভেমটিয়া গ্রামের বাসিন্দা শাহজাহান আলি। তাঁর স্ত্রী রুবিনার অভিযোগ, বিয়ের পরেও প্রাক্তন প্রেমিকার সঙ্গে যোগাযোগ রাখতেন শাহজাহান। সোশ্যাল মিডিয়ায় একে অপরের স্টেটাস, ছবিতে লাইক, কমেন্টও করতেন। অভিযোগ, এই নিয়ে সংসারে অশান্তিও হতো।

    এরই মধ্যে শাহজাহানের একটি ছবিতে সম্প্রতি লাভ রিঅ্যাক্ট দেন তাঁর ‘এক্স’। এমনকী মেসেজও করেন। অভিযোগ, প্রাক্তন প্রেমিককে ‘সোনা’ বলে সম্বোধন করে ‘কুশল সংবাদ’ জানতে চান। যা নজরে পড়ে রুবিনার। এর পরেই স্বামীকে সরাসরি প্রশ্ন করেন তিনি। তাতেই দু’ এক কথায় স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল অশান্তি শুরু হয়।

    অভিযোগ, রাগে রুবিনার গায়ে হাত তোলেন শাহজাহান। সেই সময়ে রুবিনা তাঁর দিদিকে ফোন করেন। দিদি ফোনের ওপার থেকে চিৎকার চেঁচামেচি শুনে বোনের বাড়িতে চলে আসেন। সেখানে দু’এক কথায় তুমুল অশান্তি শুরু হয়। রুবিনার বাপেরবাড়ি ও শ্বশুরবাড়ির লোকেদের মধ্যে অশান্তি শুরু হয়।

    অভিযোগ, রুবিনার দিদি বিউটি পারভিনকে বালতি দিয়ে মারেন রুবিনার ননদ রাবেয়া খাতুন। তাঁর মাথায় আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় বিউটিকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

  • Link to this news (এই সময়)