• ইডেনের ভিতরেই রমরমিয়ে জুয়া, পুলিশের হাতে গ্রেপ্তার ৩
    আজকাল | ১৬ নভেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: শহর কলকাতায় আবারও বেটিংচক্রের বিস্তার ধরা পড়ল আন্তর্জাতিক ম্যাচের মঞ্চে। ইডেন গার্ডেনে চলতে থাকা টেস্ট ম্যাচের মাঝেই শনিবার ক্রিকেট বেটিং র‌্যাকেটের পর্দা ফাঁস করল কলকাতা পুলিশ।

    ঘটনাটি ঘটেছে শনিবার ম্যাচের দ্বিতীয় দিনের খেলা চলাকালীন। অভিযুক্তরা বেটিংয়ের জন্য ইডেনে গার্ডেন্সের গ্যালারিকেই বেছে নিয়েছিল।

    ভিড় জমে থাকা স্টেডিয়ামের মধ্যেই মোবাইল ফোন ব্যবহার করে জুয়া চলছে। এই খবর পেয়েই তৎপর হয় ARS এবং DD–র বিশেষ টিম।

    নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে তদন্তকারীরা দ্রুত ইডেন গার্ডেন্সে পৌঁছে ‘এফ ওয়ান ব্লকে’ নজরদারি শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই সন্দেহভাজনদের হদিস মিলতেই অভিযান চালানো হয় এবং পিছু ধাওয়া করে ব্লকের নিচ থেকে তিনজনকে আটক করা হয়।

    তারা মোবাইলে একাধিক বেটিং অ্যাপ ব্যবহার করে লাইভ ম্যাচের ওপর বাজি ধরছিল বলে খবর পুলিশ সূত্রে। যদিও আরও কয়েকজন অভিযুক্ত পুলিশের নাগাল এড়িয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

    লালবাজার সূত্রে জানা গিয়েছে এমনটাই। প্রাথমিক তদন্তে উঠে এসেছে ধৃতরা শুধুমাত্র কলকাতার ম্যাচই নয়, দেশের বিভিন্ন জায়গায় ক্রিকেট ম্যাচ চলাকালীন বেটিং র‌্যাকেট পরিচালনা করত।

    আটক তিনজনের পরিচয়ও জানা গিয়েছে লালবাজার সূত্রে। ধৃতরা আলতাফ খান (২৬), অঙ্কুশ রাজ (২২) এবং প্যাটেল পিঙ্কাল কুমার (৩৯)।

    তারা মহারাষ্ট্র, বিহার এবং গুজরাটের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন এবং সন্দেহজনক আর্থিক লেনদেনের নানা তথ্য উদ্ধার করেছে পুলিশ।

    ঘটনাস্থলেই ওই লেনদেন সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করে বাজেয়াপ্ত করা হয়। ঘটনার জেরে ময়দান থানায় ভারতীয় ন্যায় আইনের একাধিক ধারা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।

    ম্যাচ চলাকালীনই ইডেন গার্ডেনের এফ ওয়ান ব্লক থেকে বিকেল পাঁচটা নাগাদ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। ছ’বছর পর ইডেনে ভারতের টেস্ট ম্যাচের মাঝে এভাবে বেটিং চক্রের সক্রিয়তা স্টেডিয়ামের নিরাপত্তা নিয়েও নতুন প্রশ্ন তুলছে।
  • Link to this news (আজকাল)