• বাগনানে খুনকাণ্ডে অভিযুক্তরা অধরা, পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের
    বর্তমান | ১৬ নভেম্বর ২০২৫
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: বাইক সারানোর পাওনা টাকা নিয়ে বচসার সূত্রপাত! তাও মাত্র ৩০০ টাকা। পাওনা টাকা নিয়ে বচসার জেরে খুনের অভিযোগ। হাওড়া বাগনান থানার বাইনানে শেখ আব্দুর রহমানকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছিল কয়েকজনের বিরুদ্ধে। ঘটনার পর ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এরই প্রতিবাদে দোষীদের গ্রেফতারের দাবিতে আজ, রবিবার সকালে বাগনান-আমতা রোডের বাইনান ষষ্ঠীতলায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিক্ষুদ্ধ গ্রামবাসীরা। রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। রাস্তা অবরোধের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় বাগনান থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র‌্যাফ। গ্রামবাসীদের অভিযোগ, সামান্য কয়েকটা টাকার বিনিময়ে একটা নিরীহ ছেলেকে পিটিয়ে খুন করা হল, অথচ এখনও একজনকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। অবিলম্বে দোষীদের গ্রেফতারির দাবি জানান গ্রামবাসীরা। কিন্তু ঠিক কি হয়েছিল? জানা গিয়েছে পাঁচ মাস আগে আব্দুর রহমান, অভিযুক্ত মতাব্বের মল্লিকের গ্যারেজে বাইক সারিয়েছিলেন। বাইক সারানো বাবদ মতাব্বের তাঁর কাছ থেকে ৩০০ টাকা বকেয়া পেতেন। যা বাকি রেখেই আব্দুর নেপালে কাজ করতে চলে গিয়েছিলেন। ১৩ নভেম্বর, গত বৃহস্পতিবার সকালে আব্দুর বাড়িতে ফিরে গ্রামের অন্য একটি গ্যারেজে তাঁর বাইক সারাতে দেন। ৩০০ টাকা বাকি রেখে কেন আব্দুর অন্য গ্যারেজে বাইক সারাতে দিয়েছে! এই অভিযোগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় মতাব্বের ও তার সঙ্গীরা আব্দুরকে ব্যাপক মারধর করে। বাইকের সকেট দিয়ে মাথায় আঘাত করে। তাতেই মাথা ফেটে যায় আব্দুরের। আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি তাঁকে এসএসকেম হাসপাতালে ভর্তি করা হয়। যদিও চিকিৎসা চলাকালীন গত শুক্রবার রাতে সেখানেই মৃত্যু হয় তাঁর।ঘটনায় নিহত যুবকের পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত চারজনের নামে বাগনান থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের পর ৪৮ ঘণ্টা কেটে গেলেও এখনও পর্যন্ত একজনকেও কেন গ্রেফতার করতে পারেনি পুলিশ, এই প্রশ্ন তুলে রবিবার সকালে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা।
  • Link to this news (বর্তমান)