মতুয়া সম্প্রদায়ের নাগরিকত্ব রক্ষার দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি অধীর চৌধুরীর। সর্বভারতীয় কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী শুক্রবার অমিত শাহকে একটি চিঠি পাঠান। সেই চিঠিতে তিনি মতুয়াদের জন্য বিশেষ বিধান সহ অর্ডিন্যান্স জারি করার আবেদন জানিয়েছেন। এসআইআরের ফলে মতুয়াদের মধ্যে ভয়ের আবহের সৃষ্টি হয়েছে। অধীরের দাবি, মতুয়ারা ভোটাধিকার হারানোর ভয়ে দিন কাটাচ্ছেন। এই পরিস্থিতিতে তাঁদের নিরাপত্তার জন্য কেন্দ্রকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি।
অধীর চৌধুরী তাঁর চিঠিতে অমিত শাহকে লিখেছেন, ‘পূর্ব পাকিস্তানে ধর্মীয় নির্যাতনের জেরে বহু মতুয়া পরিবার দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন। বছরের পর বছর ধরে তাঁরা ভারতের সামাজিক কাঠামো, সংস্কৃতি এবং গণতান্ত্রিক পরিসরের গুরুত্বপূর্ণ অংশ। অথচ, এখন তাঁদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, যা তাঁর মতে অন্যায় এবং মানবিকতার পরিপন্থী।’ তিনি যুক্তি দিয়ে বলেছেন, যাঁরা বহু দশক আগে বাধ্য হয়ে ভারতে এসেছেন, তাঁদের নাগরিকত্ব সুরক্ষায় আসন্ন শীতকালীন অধিবেশন শুরুর আগে অর্ডিন্যান্স আনাই এখন সবচেয়ে জরুরি পদক্ষেপ।
উল্লেখ্য, এসআইআর বিরোধিতার দাবিতে আমরণ অনশনের ডাক দেয় মতুয়া সম্প্রদায়। সেই অনশন মঞ্চে বৃহস্পতিবার উপস্থিত ছিলেন অধীর চৌধুরী। সেদিন ঠাকুরনগরে গিয়ে অধীর মতুয়া সঙ্ঘের সঙ্ঘাধিপতি মমতাবালা ঠাকুরের সঙ্গে কথা বলেন। এই লড়াইয়ে মতুয়াদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি।