• শিলিগুড়িতে স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার
    দৈনিক স্টেটসম্যান | ১৬ নভেম্বর ২০২৫
  • স্বামী-স্ত্রীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল শিলিগুড়িতে। রবিবার সাতসকালের এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিলিগুড়ির নরেশ মোড় লাগোয়া সাহু নদীর পাড় থেকে উদ্ধার হয় ওই মহিলার গলাকাটা রক্তাক্ত দেহ। তার কিছুটা দূরে একটি গাছ থেকে ওই মহিলার স্বামীর গলায় ফাঁস লাগানো দেহ উদ্ধার করেছে পুলিশ। দু’জন খুন হলেন নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম তপন মণ্ডল ও অনিমা মণ্ডল। তাঁরা শিলিগুড়ির ভোলাপাড়া এলাকার বাসিন্দা। ওই দম্পত্তির দুই ছেলেও রয়েছে। বাড়ি চার সদস্যই কাজ করতে বাইরে যেতেন। স্থানীয় সূত্রে খবর, স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক যথেষ্ঠ ভালো ছিল। কোনরকম ঝামেলাও হত না তাঁদের মধ্যে। তপন মণ্ডল পেশায় রাজমিস্ত্রি ছিলেন। স্ত্রী অনিমা একটি কারখানায় কাজ করতেন। প্রতিদিন তাঁরা নির্দিষ্ট সময়ে বাড়ি থেকে বেরোতেন, আবার কাজ শেষ হয়ে গেলে বাড়ি ফিরে আসতেন।

    মৃত দম্পতির পরিবার সূত্রে খবর, শনিবার সকালে স্বামী-স্ত্রী কাজে বেরোন। সন্ধ্যায় তাঁদের ফিরে আসার কথা ছিল। কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেলেও তাঁরা বাড়ি ফেরেননি। সারা রাত পরিবার ও প্রতিবেশীদের তরফে বিভিন্ন জায়গায় খোঁজখবর নেওয়া হয়। পুলিশকেও গোটা বিষয়টি জানানো হয়।

    রবিবার সকালে সাহু নদীরপাড়ে অনিতার গলাকাটা দেহ পড়ে থাকতে দেখা যায়। তার পাশেই একটি গাছে স্বামী তপনের ঝুলন্ত দেহের সন্ধান মেলে। পুলিশ দুটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। কী কারণে মৃত্যু, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী? নাকি স্বামী-স্ত্রী দু’জনকেই খুন করা হয়েছে? তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)