• ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ থেকে নিখোঁজ রোগীর দেহ মিলল নয়ানজুলিতে
    দৈনিক স্টেটসম্যান | ১৬ নভেম্বর ২০২৫
  • ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ থেকে নিখোঁজ এক রোগীর দেহ তিনদিন পর উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সকালে ডায়মন্ড হারবার পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের একটি নয়ানজুলিতে তাঁর দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। মৃতের নাম আরজেদ ফকির। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার গোকর্ণী গ্রামের বাসিন্দা তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ৬ নভেম্বর ব্রেন স্ট্রোকের কারণে তাঁকে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

    কয়েক দিনের চিকিৎসায় তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হচ্ছিল বলে দাবি পরিবারের। গত ১১ নভেম্বর ভোরে আরজেদ ফকিরকে শয্যায় দেখতে পাননি তাঁর ছেলে। পরিবারের অভিযোগ, নিরাপত্তারক্ষীদের জিজ্ঞাসা করেও কোনও তথ্য পাওয়া যায়নি। এরপরই বিভিন্ন জায়গায় খোঁজ শুরু হয়। হাসপাতাল কর্তৃপক্ষও রোগী নিখোঁজের ঘটনা ডায়মন্ড হারবার থানায় জানায়। যদিও ওই ব্যক্তির খোঁজ মেলেনি।

    রবিবার সকালে স্থানীয় নয়ানজুলিতে ময়লা ফেলতে গিয়ে স্থানীয়রা একটি দেহ পড়ে থাকতে দেখেন। এরপর তাঁরাই পুলিশে খবর দেন। পরে জানা যায়, ওই দেহ মেডিক্যাল কলেজ থেকে নিখোঁজ হয়ে যাওয়া রোগী আরজেদ ফকিরের। স্থানীয়দের দাবি, গত দু’দিন ধরে ওই ব্যক্তিকে এলাকায় এদিক-সেদিক ঘুরতে দেখা গিয়েছে।

    স্থানীয় সূত্রে খবর, আরজেদ ফকিরের আচরণ দেখে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছিল অনেকেরই। পরিচয় না জানায় কেউ এগিয়ে আসতে পারেননি। পুলিশের প্রাথমিক অনুমান, শৌচকর্ম করতে গিয়ে জলাশয়ে পড়ে মৃত্যু হয়ে থাকতে পারে আরজেদের। তাঁর পরিবার ডায়মন্ড হারবার পুলিশ মর্গে গিয়ে দেহ শনাক্ত করেছে। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)