• মুর্শিদাবাদে এসআইআর আতঙ্কে ফের মৃত্যুর অভিযোগ
    দৈনিক স্টেটসম্যান | ১৬ নভেম্বর ২০২৫
  • এসআইআর আতঙ্কে বঙ্গে মৃত্যুমিছিল। এবার ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক মহিলা। রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বেলডাঙার সুরুলিয়ায়। মৃতের নাম শাকিলা বিবি। বয়স ৫৫ বছর। এসআইআর আবহে উত্তর ২৪ পরগনার পানিহাটি, দত্তপুকুর, হাওড়া, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি-সহ একাধিক জায়গায় আতঙ্কে মৃত্যুর অভিযোগ সামনে এসেছে।

    স্থানীয় সূত্রে খবর, সুরুলিয়ার গেটপাড়া এলাকার বাসিন্দা ছিলেন শাকিলা বিবি। এসআইআর  ঘোষণার পর থেকেই আতঙ্কে ভুগছিলেন। শকিলা বিবির নাম ২০০২ সালের ভোটার তালিকায় থাকলেও  তাঁর স্বামীর নামে ভুল ছিল বলে অভিযোগ। অনেক বছর আগেই তাঁর স্বামী মারা গিয়েছিলেন। স্বামীর নাম ভুল থাকায় সমস্যা হতে পারে বা ভোটের তালিকা থেকে নাম বাদ যাওয়ার আতঙ্কে কাঁটা হয়েছিলেন।

    এই বিষয় সম্পর্কে জানতে বার বার স্থানীয় পঞ্চায়েত সদস্যের কাছেও ছুটে গিয়েছিলেন বলে খবর। কোনও দুশ্চিন্তা করার দরকার নেই। এ নিয়ে পঞ্চায়েত সদস্য ও অন্যান্যরা আশ্বস্ত করেছিলেন। তারপরও তাঁর মন থেকে আতঙ্ক কাটেনি বলে অভিযোগ। রবিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে যান। বহরমপুর থেকে বেলডাঙাগামী একটি ট্রেনের নীচে ঝাঁপ দেন বলে পরিবারের তরফে অভিযোগ করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। জিআরপি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

    এই নিয়ে এসআইআর আতঙ্কে মুর্শিদাবাদের চার জনের মৃত্যু হয়েছে বলে খবর। এর আগে মুর্শিদাবাদের নওদা, মুর্শিদাবাদ পুরসভার ৭ নম্বর ওয়ার্ড ও বহরমপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের গান্ধী কালোনিতে তিন জনের অস্বাভাবিক মৃত্যুতে নাম জড়িয়েছিল এসআইআর আতঙ্কের।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)