• ‘বিশ্বস্ত, ভদ্র রাজনীতিক’, বিহারজয়ী নীতীশকে প্রশংসায় ভরালেন তৃণমূলের শত্রুঘ্ন, কী বলছে দল?
    প্রতিদিন | ১৬ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহাকে নিয়ে ফের অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। এবার বিহারের বিদায়ী তথা সম্ভাব্য মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে প্রশংসায় ভরিয়ে দিলেন বিহারীবাবু। বিহারের ৯ বারের মুখ্যমন্ত্রীকে বিশ্বস্ত, ভদ্র রাজনীতিক, ‘যোগ্য’ বলে সম্বোধন করলেন তিনি। যা নিয়ে তৃণমূলের অন্দরেই উঠছে প্রশ্ন।

    ২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভায় বিপুল জয় পেয়েছে এনডিএ শিবির। ২০২ টি আসন ছিনিয়ে নিয়েছে মোদি-নীতীশ জুটি। একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে বিজেপি। তাদের ঝুলিতে ৮৯টি আসন। আর জেডিইউ পেয়েছে ৮৪টি। বিরোধী মহাগঠবন্ধনের আসন সংখ্যা তলানিতে। এতটাই কম যে বিধানসভায় বিরোধী দলনেতার পদ পেলেও বিরোধীরা রাজ্যসভায় সদস্য পাঠানোর ক্ষেত্রে সমস্যায় পড়বে। অন্যদিকে প্রশান্ত কিশোরের জন সুরাজের ভরাডুবি হয়েছে। কোনও আসন জেতেনি জন সুরাজ।

    এই অভাবনীয় ফলের পর গোটা বিরোধী শিবির একযোগে প্রশ্ন তুলছে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে। সেই দলে তৃণমূলও রয়েছে। অথচ, তৃণমূলেরই সাংসদ সোশাল মিডিয়ায় নীতীশ কুমারকে জয়ের শুভেচ্ছা জানাতে গিয়ে ভূয়সী প্রশংসা করে গেলেন। বিহারীবাবু বললেন, “বিহারবাসীকে অভিনন্দন। যে সরকার চেয়েছিলেন, যে সরকার গড়ার জন্য ভোট দিয়েছিলেন, সেই সরকারই পেয়েছে বিহারবাসী।” শত্রুঘ্ন লেখেন, “বিহারের সবচেয়ে দীর্ঘ সময়ের, বিশ্বস্ত, পরীক্ষিত এবং সফল মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা। উনি বিহারের মানুষের প্রত্যাশা পূরণ করতে পেরেছেন। জয় বিহার, জয় বিহার।” পোস্টের সঙ্গে নীতীশের সঙ্গে নিজের ছবি শেয়ার করেছেন তিনি। পোস্টটিতে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ অন্য রাজনীতিকদেরও ট্যাগ করেছেন শত্রুঘ্ন।

    দলের সাংসদের ওই পোস্টে কিছুটা হলেও অস্বস্তিতে তৃণমূল। শোনা যাচ্ছে, দলের অন্দর থেকেই কেউ কেউ বিহারীবাবুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলছেন। দলের এক সাংসদ বলছেন, “শত্রুঘ্ন হয়তো বিহারবাসী হিসাবে এই পোস্ট করেছেন। কিন্তু এটা কোনওভাবেই রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় নয়।”
  • Link to this news (প্রতিদিন)