• জম্মু ও কাশ্মীরে ভয়াবহ পথদুর্ঘটনা, গাড়ি-ট্রাকের সংঘর্ষে মৃত ৪
    প্রতিদিন | ১৬ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ পথ দুর্ঘটনা জম্মু ও কাশ্মীরের বুদগামে। গাড়ি এবং ট্রাকের সংঘর্ষে মৃত্যু হল চার জনের। আহত হয়েছেন আরও সাত জন। কিন্তু কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত সাড়ে দশটা নাগাদ বুদগামের পালার এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। নিয়ন্ত্রণ হারিয়ে চারচাকা গাড়িটি সজোরে ট্রাকে ধাক্কা মারে। বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। হাত লাগান উদ্ধারকাজে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। ঘটনায় এখনও পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। কিন্তু কী কারণে দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার অভিঘাতে দু’টি গাড়ি কার্যত দুমড়ে মুচড়ে গিয়েছে।

    ঘটনায় শোকপ্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে এক্স হ্যান্ডলে বলা হয়েছে, ‘বুদগামের মর্মান্তিক ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। সমস্ত ধরনের সহায়তা নিশ্চিত করার জন্য তিনি প্রশাসনের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। দুর্ঘটনার কারণ জানতে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে।’
  • Link to this news (প্রতিদিন)