• স্কুলের ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগ, ‘রোমিও’দের মাথা মুড়িয়ে দিলেন স্থানীয়রা!
    প্রতিদিন | ১৬ নভেম্বর ২০২৫
  • কল্যাণ চন্দ্র, বহরমপুর: স্কুলে যাওয়ার সময় ছাত্রীদের নানাভাবে উত্ত্যক্ত করা হত! বাইক নিয়ে স্কুলের যাতায়াতের পথে ‘রোমিও’রা ঘুরপাক করত বলে অভিযোগ। দীর্ঘদিন ধরে চলা এই ঘটনার কথা অভিভাবকদের বাধ্য হয়ে জানিয়েছিল পড়ুয়ারা। শেষপর্যন্ত ওই রোমিওদের ধরে ‘শাস্তি’ দিলেন স্থানীয়রাই। ওই যুবকদের পাকড়াও করে মাথান্যাড়া করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বেলডাঙায়।

    জানা গিয়েছে, বেলডাঙার কুমারপুর হাইস্কুলের সামনে দীর্ঘদিন ধরেই রোমিওরা ঘোরাফেরা করত বলে অভিযোগ। কিছু ছাত্রীর লক্ষ্য করে তাদের উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছিল ওই যুবকদের বিরুদ্ধে। ক্রমাগত ওই ঘটনায় রীতিমতো বিরক্ত হয়েছিল। আতঙ্কিতও হয়েছিল তাঁরা। শেষপর্যন্ত অভিভাবক ও স্থানীয় কয়েকজন রোমিওদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। অভিযুক্ত ৬-৭ জন অভিযুক্ত যুবককে পাকড়াও করা হয়। এরপর তাদের মাথা ন্যাড়া করে দেওয়া হয় বলে অভিযোগ। পরে তাদের ছেড়ে দেওয়া হয়। ওই যুবকরাও কোনওরকমে সেই এলাকা ছাড়ে বলে খবর।

    ওই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিও-র সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। তবে এই ঘটনার সঙ্গে স্কুল কর্তৃপক্ষ জড়িত নয় বলে জানানো হয়েছে। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহম্মদ মোস্তফা জানিয়েছেন, ওই যুবকরা ছাত্রীদের উত্ত্যক্ত করত। সেজন্য ছয়-সাতজনের মাথা ন্যাড়া করে দেওয়া হয়েছে। বিদ্যালয়ের পরিচালন কমিটির সদস্য মৃণাল মণ্ডল ঘটনার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, “বিভিন্ন গ্রামের কয়েকজন যুবক বেশ কিছুদিন ধরে ছাত্রীদের উত্ত্যক্ত করছিল। প্রশাসনকে জানানো হয়েছিল। পুলিশ এলে তাদের খুঁজে পাওয়া যেত না। হঠাৎ করেই তাদের পাকড়াও করে মাথান্যাড়া করে দেওয়া হয়েছে।”
  • Link to this news (প্রতিদিন)