• ইডেনে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে টেস্ট বিশ্বকাপের পয়েন্ট তালিকায় পতন ভারতের, ঘাড়ের কাছে নিঃশ্বাস পাকিস্তানের
    আনন্দবাজার | ১৬ নভেম্বর ২০২৫
  • আরও একটি টেস্ট হারল ভারত। এ বার ঘরের মাটিতে। ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ধাক্কা খেয়েছে ভারত। আরও নীচে নেমেছেন শুভমন গিলেরা। ভারতের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে পাকিস্তান।

    ইডেন টেস্টের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারত চার নম্বরে নেমেছে। ২০২৫-২০২৭ টেস্ট বিশ্বকাপ পর্বে এখনও পর্যন্ত আটটি টেস্ট খেলেছে ভারত। তার মধ্যে চারটি জিতেছে তারা। হেরেছে তিনটি। একটি টেস্ট ড্র হয়েছে। ভারতের পয়েন্ট ৫২। পয়েন্টের শতাংশ ৫৪.১৭।

    ভারতের পয়েন্ট বাকি সব দেশের থেকে বেশি। কারণ, ভারত বাকিদের থেকে বেশি টেস্ট খেলেছে। পয়েন্ট বেশি হলেও ভারত চার নম্বরে রয়েছে। কারণ, পয়েন্ট নয়, পয়েন্টের শতাংশের উপর নির্ভর করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা তৈরি হয়।

    এই তালিকায় সকলের উপর রয়েছে অস্ট্রেলিয়া। তিনটি টেস্ট খেলে তিনটিই জিতেছে তারা। প্যাট কামিন্সদের পয়েন্ট ৩৬। পয়েন্টের শতাংশ ১০০। এ বার সামনে রয়েছে অ্যাশেজ় সিরিজ়। সেই সিরিজ়ের উপর নির্ভর করছে, অস্ট্রেলিয়ার শীর্ষে জায়গা পাকা রাখতে পারবে কি না।

    ইডেনে ভারতকে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে টেস্ট বিশ্বকাপের গত বারের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। তিনটি টেস্ট খেলে দু’টি জিতেছে তারা। হেরেছে একটি। টেম্বা বাভুমাদের পয়েন্ট ২৪। পয়েন্টের শতাংশ ৬৬.৬৭। তৃতীয় স্থানে শ্রীলঙ্কা। দু’টি টেস্ট খেলে একটি জিতেছে তারা। অপর টেস্ট ড্র হয়েছে। শ্রীলঙ্কার পয়েন্ট ১৬। তবে তাদেরও পয়েন্টের শতাংশ ৬৬.৬৭।

    ভারতের পরেই রয়েছে পাকিস্তান। তারা দু’টি টেস্ট খেলেছে। একটি জিতেছে। একটি হেরেছে। পাকিস্তানের পয়েন্ট ১২। তাদের পয়েন্টের শতাংশ ৫০। ভারত যদি গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার কাছে দ্বিতীয় টেস্টও হারে, তা হলে ভারতের পয়েন্টে শতাংশ পাকিস্তানের থেকে কমে যাবে। তেমনটা হলে শুভমনদের উপর চাপ আরও বাড়বে।

    পাকিস্তানের নীচে রয়েছে ইংল্যান্ড। পাঁচটি টেস্ট খেলে দু’টি জিতেছে তারা। হেরেছে দু’টি। একটি ড্র হয়েছে। ২৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে বেন স্টোকসেরা। তাঁদের পয়েন্টের শতাংশ ৪৩.৩৩। পয়েন্ট তালিকায় উপরে উঠতে হলে অ্যাশেজ় সিরিজ়ে ভাল ফল করতে হবে ইংল্যান্ডকে। সপ্তম স্থানে বাংলাদেশ। দু’টি টেস্ট খেলে তারা একটি হেরেছে। অপর টেস্ট ড্র হয়েছে। ৪ পয়েন্ট বাংলাদেশের। তাদের পয়েন্টের শতাংশ ১৬.৬৭। ওয়েস্ট ইন্ডিজ়ে পাঁচটি টেস্ট খেলে পাঁচটিই হেরেছে। ফলে তাদের পয়েন্ট ও পয়েন্টের শতাংশ দু’টিই শূন্য। নিউ জ়িল্যান্ড এখনও এই পর্বে একটি টেস্টও খেলেনি। ফলে পয়েন্ট তালিকায় আপাতত সবচেয়ে নীচে তারা।
  • Link to this news (আনন্দবাজার)