• রক্তদান শিবিরের গেট তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা, ভাঙড়ে গুলি চলার অভিযোগ
    এই সময় | ১৭ নভেম্বর ২০২৫
  • ফের অশান্ত ভাঙড়। রক্তদান শিবিরের গেট তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা। চলল গুলিও। ঘটনাস্থলে পোলেরহাট উত্তর কাশীপুর থানার পুলিশ। ঘটনায় একে অন্যের উপরে দোষ চাপিয়েছে আইএসএফ-তৃণমূল কংগ্রেস।

    জানা গিয়েছে, আগামী ২৩ নভেম্বর পাকাপোল সংলগ্ন ছয়ানি এলাকায় রক্তদান শিবিরের আয়োজন করেছে আইএসএফ। সেই রক্তদান শিবির উপলক্ষে নওশাদ সিদ্দিকীর ছবি লাগানো একটি গেট তৈরি করছিল দলীয় কর্মী সমর্থকরা। গেট ভাঙচুর করতে তৃণমূল কর্মী সমর্থকরা হামলা চালায় বলে অভিযোগ আইএসএফের।

    অন্য দিকে তৃণমূলের দাবি, জমি মালিকের অনুমতি না নিয়ে গেট তৈরির অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। তৃণমূল বিধায়ক শওকত মোল্লা বলেন, ‘যে কোনও জায়গায় মিটিং বা যে কোনও কর্মসূচির জন্য জমির মালিকের অনুমতি প্রয়োজন। ওই জমির মালিক নিজেই থানায় অভিযোগ করেছে, কর্মসূচিতে তাঁর অনুমতি নেই। জমির মালিক-সহ গ্রামবাসীরা ওই কর্মসূচিতে বাধা দিয়েছে। আইএসএফ কর্মীরা ওখানে দুই রাউন্ড গুলিও চালায়।’ আইএসএফের এক কর্মী আবুল বলেন, ‘ওখানে অনুমতি নিয়েই গেট তৈরি করা হয়েছিল। তৃণমূল কর্মীরা এসে বাধা দেয়। গেট ভাঙচুর করে। ওদের লোকই গুলি চালিয়েছে।’

    দুই পক্ষের ঝামেলার মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। দীর্ঘক্ষণ রাস্তার এক প্রান্তে তৃণমূল এবং অন্য প্রান্তে আইএসএফ কর্মী, সমর্থকেরা জমায়েত করতে শুরু করে। পোলেরহাট উত্তর কাশীপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

  • Link to this news (এই সময়)