• মতুয়াদের অনশন মঞ্চে অভিষেকের প্রতিনিধি দল, কী বললেন মমতাবালা?
    এই সময় | ১৭ নভেম্বর ২০২৫
  • ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশনের বিরোধিতা করে এবং নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে অনশন করছেন তৃণমূল ঘনিষ্ঠ মতুয়া, গোঁসাই ও দলপতিরা। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রবিবার সেই মঞ্চে হাজির হলেন শশী পাঁজা ও স্নেহাশিস চক্রবর্তী। তৃণমূলের দুই নেতৃত্বের বক্তব্য, ‘আমরণ অনশন করে,অসুস্থ হয়ে পড়ে এই লড়াই করা যাবে না। সকলকে সুস্থ থেকেই কেন্দ্রের এই চক্রান্তের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।’ যদিও অনশন তুলে নেওয়ার ব্যাপারে এ দিন কোনও সিদ্ধান্ত নেয়নি মতুয়া মহাসঙ্ঘ।

    অনশনকারীদের সঙ্গে দেখা করার পরে এ দিন রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, ‘বিজেপির প্রার্থী এই মতুয়া সমাজের ভোটেই জয়ী হয়ে মন্ত্রী হয়েছেন, ক্ষমতা দখল করেছেন। বলা হয়েছিল, নিঃশর্ত নাগরিকত্ব দেওয়া হবে। শান্তুনু ঠাকুর (কেন্দ্রীয় মন্ত্রী) এদের ভোটেই সাংসদ হয়েছেন এবং মন্ত্রী হয়েছেন। এখন তাঁদেরকেই শান্তুনু ঠাকুর-সহ তাঁর দল কাগজ ধরাচ্ছে।’ আদতে বিজেপি মতুয়া সমাজে বিভ্রান্তি তৈরি করছে বলে দাবি করেন তিনি।

    ১২ দিন অনশন চলার পরেও এখনও পর্যন্ত মতুয়াদের একাংশের দাবি নিয়ে কোনও সদুত্তর মেলেনি বলে দাবি। তাই আমরণ অনশন এই ভাবে চালাতে থাকলে যে কোনও সময়ে দুর্ঘটনা ঘটতে পারে। ইতিমধ্যেই এক অনশনকারী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাই অনশনকারীদের স্বাস্থ্যের কথা ভেবেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অনশন তুলে নেওয়ার বার্তা দিয়েছেন বলে জানায় প্রতিনিধি দল।

    অন্য দিকে, মমতাবালা বলেন, ‘অনশন তুলে নেওয়ার ব্যাপারে আমরা এখনই কোনও সিদ্ধান্ত নিইনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যে বার্তা দিয়েছেন তার জন্য আমরা সাধুবাদ জানাই। আমরা কাল মতুয়া মহাসঙ্ঘের তরফে সিদ্ধান্ত নেব।’ উল্লেখ্য, আগামী ২৮ ডিসেম্বর কলকাতার রানি রাসমণি রোডে একদিনের অবস্থান বিক্ষোভ কর্মসূচি নিয়েছে তৃণমূল প্রভাবিত অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ।

  • Link to this news (এই সময়)