• মুক্তিযুদ্ধের আঁচ থেকে বাঁচতে সীমান্তে শুরু হয়েছিল শীতের এই কালীপুজো, প্রস্তুতি তুঙ্গে
    আজ তক | ১৭ নভেম্বর ২০২৫
  • Hili 14 Hat Kali Puja 2025: ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের স্মৃতি আজও ধরা আছে হিলি থানার পশ্চিম আপ্তৈড় গ্রামে। যুদ্ধ শুরু হতেই সীমান্ত ঘেঁষা এই এলাকার বাসিন্দাদের মনে ছড়িয়ে পড়েছিল ভয়ের পরিবেশ। সেই সময় যুদ্ধ থামানো ও চারপাশে শান্তি প্রতিষ্ঠার প্রত্যাশায় গ্রামবাসীরা উদ্যোগ নেন কালী পুজো করার। যুদ্ধ শেষ হলেও নানা কারণে কিছু বছর পুজো বন্ধ থাকে। সেই সময় যুদ্ধে নিহত বহু সেনাকে গ্রামের একটি স্থানে সমাধিস্থ করা হয়।

    পরিস্থিতি স্বাভাবিক হতেই ১৯৮১ সাল থেকে অগ্রহায়ণ মাসের অমাবস্যায় ফের শুরু হয় চোদ্দহাত কালী মাতার পূজা। সেই ধারাই বজায় রেখে এ বছর ৪৫তম বর্ষে প্রবেশ করেছে পুজো। আগামী ১৯ নভেম্বর রাতে অনুষ্ঠিত হবে বার্ষিক পুজো, আর তা কেন্দ্র করে ১৯ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত চলবে সাত দিনের মেলা। স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ী, সবাই এখন মেলা ও পুজো কেন্দ্রিক ব্যস্ততায় মশগুল।

    মন্দির প্রাঙ্গণ ইতিমধ্যেই উৎসবের সাজে সেজে উঠতে শুরু করেছে। প্রতিমায় রঙের কাজ চলছে, চারপাশ আলোকসজ্জায় ভরিয়ে দিতে চলছে লাইট বসানোর কর্মযজ্ঞ। মেলার দোকানিরাও কাঠামো তৈরি করে নিজেদের দোকান সাজিয়ে তুলছেন। নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে শনিবার দুপুরে প্রশাসনের প্রতিনিধিরা মন্দির ও মেলা চত্বর পরিদর্শন করেছেন।

    পুজো কমিটির সম্পাদক অমিত বিশ্বাস সংবাদমাধ্যমকে জানান, হাতে সময় খুবই কম। প্রতিমা, আলো, মণ্ডপ থেকে শুরু করে সব প্রস্তুতিই এখন দ্রুত এগোচ্ছে। ১৯ নভেম্বর বার্ষিক পুজোর দিন থেকেই শুরু হবে মেলা, চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। কয়েক বছর আগে ঘটে যাওয়া দুর্ঘটনা মাথায় রেখে সিসিটিভি, দমকল এবং নিরাপত্তা ব্যবস্থায় বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। পুলিশ ইতিমধ্যেই জায়গা ঘুরে দেখেছে এবং কমিটির পক্ষ থেকেও স্বেচ্ছাসেবক রাখা হবে। দর্শনার্থীদের সুবিধার জন্য বিশেষ ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
  • Link to this news (আজ তক)