আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সংক্রান্তি থেকে তাপমাত্রা কিছুটা বাড়বে। আপাতত শীত পড়ছে না বাংলায়
দৈনিক স্টেটসম্যান | ১৭ নভেম্বর ২০২৫
নভেম্বরের মাঝামাঝি শীতের আমেজে মজেছে বঙ্গবাসী। ভোরের দিকে অনেক জায়গাতেই তামপাত্রা স্বাভাবিকের নীচে নেমে গেছে। বেলা বাড়লেও গরম সেভাবে অনুভূত হচ্ছে না। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সংক্রান্তি থেকে তাপমাত্রা কিছুটা বাড়বে। আপাতত শীত পড়ছে না বাংলায়।
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। শ্রীলঙ্কা উপকূলের কাছে তা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। ক্রমে তা পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। স্থলভাগে আপাতত তার প্রভাব পড়েনি বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর।
রাজ্যের উত্তর থেকে দক্ষিণের কোনও জেলায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার থেকে বুধবার পর্যন্ত রাজ্যের সব জেলায় ভোরের দিকে আকাশ কুয়াশাচ্ছন্ন থাকবে। দৃশ্যমানতা ২০০ মিটারে নামতে পারে। তবে তার জন্য কোথাও সতর্কতা জারি করা হয়নি। জেলার সব জায়গায় কুয়াশা থাকবে না। দক্ষিণের জেলাগুলিতে সোমবার থেকে ধীরে ধীরে বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা। পরের চার দিন রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। উত্তরের জেলাগুলিতেও সোমবার থেকে একই ভাবে রাতের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।