• ভারতের সীমানায় বাংলাদেশি ট্রলার, পাকড়াও ২৯
    দৈনিক স্টেটসম্যান | ১৭ নভেম্বর ২০২৫
  • ভারতীয় জলসীমা লঙ্ঘন করার অভিযোগে একটি বাংলাদেশের ট্রলারকে আটক করেছে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। পাশাপাশি সেই ট্রলারে থাকা ২৯ জন বাংলাদেশি মৎস্যজীবীকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, বঙ্গোপসাগরে টহল দেওয়ার সময় ওই সন্দেহভাজন ট্রলারটি দেখতে পান জওয়ানরা।

    ট্রলারটির কাছে পৌঁছতেই তাঁরা জানতে পারেন, সেটি বাংলাদেশের ট্রলার। এরপরই ট্রলারে থাকা বাংলাদেশের মৎস্যজীবীদের আটক করা হয়। কী কারণে বাংলাদেশের এই ট্রলার ভারতীয় জলসীমানা লঙ্ঘন করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। আটক হওয়া মৎস্যজীবীদের ফ্রেজারগঞ্জ উপকূল থানার হাতে তুলে দিয়েছে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। ইতিমধ্যেই মৎস্যজীবীদের ভারতীয় জলসীমানা লঙ্ঘন করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। কীভাবে ট্রলারটি ভারতীয় জল সীমানায় প্রবেশ করেছে তার তদন্ত শুরু হয়েছে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ২৯ জন অভিযুক্তকে সোমবার কাকদ্বীপ মহাকুমার আদালতে পেশ করা হবে।

    সম্প্রতি বাংলাদেশের জেলে ভারতীয় মৎস্যজীবীর রহস্য মৃত্যুর ঘটনা ঘটেছে। এই আবহে উপকূল তীরবর্তী অঞ্চলে নিরাপত্তা আরও জোরদার করেছে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। এ বিষয়ে কাকদ্বীপ মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র জানিয়েছেন, বাংলাদেশের একটি মাছ ধরার ট্রলার ভারতীয় জলসীমানা লঙ্ঘন করে ভারতে প্রবেশ করেছে। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। ট্রলারে থাকা ২৯ জন মৎস্যজীবীকে আটক করে ফ্রেজারগঞ্জ উপকূল থানার হাতে তুলে দিয়েছে দেশের উপকূল রক্ষী বাহিনী।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)