• দিল্লি বিস্ফোরণ কাণ্ডে নদিয়া যোগ
    দৈনিক স্টেটসম্যান | ১৭ নভেম্বর ২০২৫
  • দিল্লি বিস্ফোরণকাণ্ডে বঙ্গ কানেকশনের খোঁজে ডোমকলের পর এবার নদিয়ার পলাশিপাড়ায় এনআইএ। পলাশিপাড়ার বড় নলদহের বাসিন্দা সাবির আহমেদ মাদক বিরোধী আইনে এখন প্রেসিডেন্সি জেলে বন্দি।

    গোয়েন্দারা জানতে পেরেছেন দিল্লি বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার চিকিৎসক শাহিন শাহিদের গ্রুপে সক্রিয় ছিলেন সাবির আহমেদ। সাবির জেলে বসেই বিভিন্ন গ্রুপে ভারত বিরোধী ও জঙ্গি মতাদর্শ প্রচার করত বলে অভিযোগ। জেলবন্দি থাকা সত্ত্বেও কিভাবে ফোনে যোগাযোগ করছিলেন তারও তদন্ত করছেন গোয়েন্দারা। জেলের মধ্যেই তাঁকে দফায় দফায় জেরা করেছেন রাজ্য ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। এর পাশাপাশি তাঁর ভাই ফাইজাল আহমেদকেও এসটিএফ বৃহস্পতিবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

    উল্লেখ্য, দিল্লির লাল কেল্লা গেটের সামনে বিস্ফোরণের পর থেকে গোটা দেশে জারি হাই অ্যালার্ট। নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে স্পর্শকাতর এলাকাগুলির দিকে বেশ সজাগ দৃষ্টি রেখেছে পুলিশ।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)