• ভরসন্ধ্যায় খড়দহে বিস্ফোরণ! বাড়িতে মজুত বারুদেই বিপত্তি?
    প্রতিদিন | ১৭ নভেম্বর ২০২৫
  • অর্ণব দাস, বারাকপুর: ভরসন্ধ্যায় খড়দহে ভয়ংকর কাণ্ড। বিস্ফোরণে কেঁপে উঠল খড়দহের বন্দিপুরের ঠাকুর কলোনি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায় । প্রাথমিকভাবে জানা গিয়েছে, বাড়িতে মজুত করে রাখা বারুদেই এই বিপত্তি। কিন্তু কেন বাড়িতে মজুত করা হয়েছিল বারুদ? নেপথ্যে কোন চক্রান্ত? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। 

    জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার খড়দহের বন্দিপুর পঞ্চায়েতের ঠাকুর কলোনির বাসিন্দা অভিজিৎ সিং। তিনি ভাড়া থাকতেন সেখানে। বাড়ির মালিক লক্ষ্মী দেবনাথ বলেন, “আনুমানিক ৬টা নাগাদ বিকট শব্দ শুনে বাইরে বেরিয়ে দেখি ভাড়াটিয়ার ঘর থেকে ধোঁয়ায় বেরচ্ছে। ওরা চার বছর ভাড়া থাকে। ঝালাইয়ের কাজ করে শুনেছি। এমন ঘটবে ভাবিনি।” খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে যান রহড়া থানার পুলিশ, সঙ্গে ছিলেন বারাকপুর পুলিশ কমিশনারেটের এসিপি তনয় চট্টোপাধ্যায়। তিনি বলেন, “প্রাথমিক তদন্তে মনে হয়েছে, বারুদ থেকে বিস্ফোরণ ঘটেছে। কেউ হতাহত হয়নি। নমুনা সংগ্রহ করে ফরেনসিকে পাঠানো হবে। রিপোর্ট পাওয়ার পরই সঠিক কারণ জানা যাবে। বাড়িতে বাজি তৈরি করত বলে অভিযুক্ত জানিয়েছে। সেটা যাচাই করা হচ্ছে।”

    অভিযুক্ত অভিজিৎ বাড়িতে তুবড়ি তৈরি করত বলেই জানিয়েছেন তাঁর স্ত্রী রুবি সিং। একই কথা জানিয়ে অভিজিৎ সিং বলেন, “কালীপুজোর সময় তুবড়ি বানিয়েছিলাম। তারই মশলা রাখা ছিল। স্ত্রী সন্তানের সঙ্গে ঘরে শুয়ে ছিলাম। হঠাৎ বিকট আওয়াজ পেয়ে দেখি ঘরে ধোঁয়া ভরে গিয়েছে। টিভি ভেঙে পড়েছে।” তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। একইসঙ্গে ঘর থেকে বাজি উদ্ধার করেছেন তদন্তকারীরা। যদিও বিস্ফোরণের উৎস এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে, উঁচু থেকে পড়ে বা চাপে বারুদ থেকে বিস্ফোরণ হয়েছে বলেই ধারণা করছেন স্থানীয়রা। বোমা থাকার বিষয়টিও উড়িয়ে দিচ্ছেন না বাসিন্দারা।
  • Link to this news (প্রতিদিন)