• কাজের নাম করে ঘর ছেড়ে দ্বিতীয় বিয়ে! ২৮ বছর পর SIR আবহে নথির ‘টানে’ বাড়িতে প্রৌঢ়
    প্রতিদিন | ১৭ নভেম্বর ২০২৫
  • জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: কাজের নামে বাড়ি ছেড়ে দ্বিতীয় বিয়ে করেছিলেন। পরিবার বছরের পর বছর খুঁজে হদিশ পায়নি তাঁর। অবশেষে বছর দুয়েক আগে জ্যোতিষের পরামর্শে প্রৌঢ়ের শ্রাদ্ধানুষ্ঠান করে পরিবার। সেই ‘মৃত’ প্রৌঢ় ২৮ বছর পর এসআইআর আবহে ফিরলেন বাড়িতে। কারণ, নথি! প্রৌঢ়কে দেখে হতবাক পরিবার ও পরিজনরা। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল উত্তর ২৪ পরগনার বাগদায়।

    জানা গিয়েছে, ওই প্রৌঢ়ের নাম জগবন্ধু মণ্ডল। দুই দশকেরও বেশি সময় আগে এলাকার আরও কয়েকজনের সঙ্গে কাজের সন্ধানে গুজরাটে গিয়েছিলেন তিনি। বাড়িতে রেখে গিয়েছিলেন স্ত্রী ও দুই সন্তান। বাকিরা ফিরলেও জগবন্ধু ফেরেননি। তাঁর অপেক্ষায় দিনগোনা শুরু করেন পরিবারের সদস্যরা। ওঝা-জ্যোতিষীদের কাছেও গিয়েছেন। কিন্তু লাভ কিছুই হয়নি। এসবের মাঝে পরিবার খবর পায় দ্বিতীয় বিয়ে করে বাঁকুড়ায় সংসার পেতেছেন জগবন্ধু। যদিও পরিবার তাঁর হদিশ পায়নি। পরবর্তীতে জ্যোতিষের পরামর্শে বছর ২ আগে প্রৌঢ়ের শ্রাদ্ধানুষ্ঠান করে পরিবার। জগবন্ধুকে মৃত বলেই ধরে নিয়েছিল পরিবার।

    রবিবার সকালে হতবাক কাণ্ড। এসআইআরের জন্য নথির টানে আচমকা বাগদার বাড়িতে এসে হাজির জগবন্ধু। প্রতিবেশীরা জানান, ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম নেই। তাই আতঙ্কে বাবার নথি খুঁজতেই বাড়িতে হাজির হয়েছেন জগবন্ধু। যদিও ফিরে এসে তিনি দাবি করছেন, বিয়ে করেননি। তবে ভোটার লিস্টে সুলেখা মণ্ডল নামে এক মহিলার পাশে স্বামী হিসেবে রয়েছে জগবন্ধুর নাম। 
  • Link to this news (প্রতিদিন)