• রক্তদান শিবিরের প্রস্তুতি ঘিরে উত্তপ্ত ভাঙড়, ভরসন্ধ্যায় চলল গুলি!
    প্রতিদিন | ১৭ নভেম্বর ২০২৫
  • দেবব্রত মণ্ডল, ভাঙড়: ফের ভাঙড়ে চলল গুলি! অভিযোগ, রবিবার রক্তদান শিবিরের প্রস্তুতিতে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের পোলেরহাটে সংঘর্ষে জড়ায় তৃণমূল ও আইএসএফ। সেই অশান্তির জেরেই গুলি চলে বলে খবর। পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। এখনও আতঙ্কে এলাকার বাসিন্দারা। মোতায়েন করা হয়েছে পুলিশ। 

    জানা গিয়েছে, আগামী ২৩ নভেম্বর ভাঙড়ের পাকাপোল সংলগ্ন ছয়ানি এলাকায় একটি রক্তদান শিবির করার কথা আইএসএফের। স্বাভাবিকভাবেই তার প্রস্তুতি চলছে জোরকদমে। রবিবার সন্ধ্যায় রক্তদান শিবির উপলক্ষ্যে নওশাদ সিদ্দিকির ছবি লাগানো গেট তৈরি করছিলেন দলের কর্মী-সমর্থকরা। সেখানেই সমস্যার সূত্রপাত। অভিযোগ, তখনই নাকি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা চড়াও হয় আইএসএফ কর্মী-সমর্থকদের উপর। তা নিয়েই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। অভিযোগ, সেই সময়ই চলে গুলি।

    খবরপাওয়া মাত্রই পোলেরহাট থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। তবে এখনও থমথমে এলাকা। তৃণমূল বিধায়ক শওকত মোল্লার অভিযোগ, অশান্তির মাঝে এদিন গুলি চালায় আইএসএফ কর্মীরা। পালটা আইএসএফ কর্মীদের দাবি, তাঁদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। প্রসঙ্গত, এই প্রথম নয়। রাজনৈতিক অশান্তিতে আগেও বহুবার উত্তপ্ত হয়েছে ভাঙড়। গুলি চলেছে, মৃত্যুর ঘটনাও ঘটেছে। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে নতুন করে ভাঙড়ে অশান্ত হওয়ায় আতঙ্কে স্থানীয়রা।
  • Link to this news (প্রতিদিন)