অর্ণব দাস, বারাসত: নাগরিক সচেতনায় বিশেষ উদ্যোগ বারাসত পুলিশের। প্রতি শুক্রবার বিকেল চারটেয় বারাসত জেলা পুলিশের ফেসবুক পেজে (https://www.facebook.com/share/1H9dMuhxFV) হবে পডকাস্ট। অনুষ্ঠানের নাম জিজ্ঞাসা। যেখানে প্রশ্নকর্তার আসনে থাকবে আমজনতা। উত্তর দেবেন পুলিশ কর্তারা। শনিবার বারাসত জেলা পুলিশের অফিসিয়াল পেজে এমনটাই জানালেন পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়ঘড়িয়া।
সমাজমাধ্যমে বরাবরই সক্রিয় বারাসত জেলা পুলিশ। প্রতারণা-সহ নানা অপরাধ শুধু নয়, বারাসতের কালীপুজো, অশোকনগরের জগদ্ধাত্রী পুজো সবেতেই পুলিশ আধিকারিকেরা ফেসবুক লাইভে আমজনতার সঙ্গে সরাসরি কথা বলেছেন। তাঁদের সুবিধা-অসুবিধা জানতে চেয়েছেন। গত ১৪ নভেম্বর শিশুদিবসে লিশ সুপার নিজে অতিথি হিসাবে বারাসতের একটি বেসরকারি স্কুলের পড়ুয়াদের সঙ্গে কথা বলেন এক পডকাস্টে। সেখানে আলোচনা হয় পকসো, সাইবার বুলিং, অনলাইন গেম, স্ট্রেস ম্যানেজমেন্ট, রোড সেফটি এবং স্মার্ট পুলিশিং নিয়ে। এই সব বিষয়ে পড়ুয়াদের যাবতীয় প্রশ্নের উত্তর দেওয়া থেকে সাইবার সুরক্ষা নিয়ে বোঝান পুলিশ সুপার। ইতিমধ্যেই সেই ভিডিওর ভিউ প্রায় ৫০ হাজার! সঙ্গে কয়েকশো শেয়ার ও কমেন্ট। তাতেই এবার নিয়মিত পডকাস্টের সিদ্ধান্ত।
জানা গিয়েছে, প্রতি শুক্রবার বিকেল চারটের সময় হবে পডকাস্ট। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগামী শুক্রবার বারাসতের আইসির সঙ্গে ভাড়াটিয়া সংক্রান্ত সমস্যা নিয়ে যাবতীয় প্রশ্নের উত্তর দেবেন পডকাস্টে। তারপরের সপ্তাতে ডিজিটাল অ্যারেস্ট সংক্রান্ত পডকাস্টে অংশ নেবেন আইসি সাইবার ক্রাইম। পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খরিয়া জানিয়েছেন, পুলিশিং সংক্রান্ত অনেক বিষয় আছে যা সকলের জানা প্রয়োজনীয়। শুধুমাত্র একটি পোস্ট, রিল বা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ সচেতন করা সম্ভব না। তাই সামাজিক ইস্যু নিয়ে ছোট ছোট এপিসোড করা হবে।