বালুরঘাটে রমরমিয়ে চলছে চোলাই মদের কারবার। মহিলাদের অভিযোগ, এলাকার একাধিক বাড়িতে চোলাই মদ তৈরি হচ্ছে। সম্প্রতি একজন যুবক এই কারণে মারাও গিয়েছেন। তাই এলাকায় মদ তৈরি ও তা বিক্রি বন্ধ করতে পুলিশ ও আবগারি দপ্তরের দ্বারস্থ হন এলাকার মহিলারা। অভিযোগ পেয়েই রবিবার বালুরঘাট পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে তুরিপাড়া এলাকায় যৌথভাবে অভিযান চালালেন বালুরঘাট থানার পুলিশ ও আবগারি দপ্তরের কর্মীরা।
বালুরঘাট তুরিপাড়া এলাকার মহিলাদের অভিযোগ, সেখানকার একাধিক বাড়িতে চোলাই মদের ব্যবসা চলে। মদ তৈরি করে তা বিক্রিও করা হয়। এলাকায় দিন দিন চোলাই মদের ঠেক রমরমা হয়ে উঠছিল। দু’দিন আগেই রাহুল সিং নামে এক যুবকের মৃত্যু হয়। যদিও পরবর্তীতে জানা যায় ওই যুবক লিভারের সমস্যায় ভুগছিলেন। অতিরিক্ত মদ্যপানের জন্যই তাঁর মৃত্যু হয়েছে।
অভিযোগ, গত এক বছরে মদের কারণে চার-পাঁচ জনের মৃত্যু হয়েছে। তার পরেই এলাকার মহিলারা সরব হন। এ দিন অভিযানে একাধিক বাড়িতে গিয়ে পুলিশ ও আবগারি দপ্তরের কর্মীরা চোলাই মদ নষ্ট করে দেন। এ ছাড়াও মদ তৈরির উপকরণ ফেলে দেওয়া হয়। স্থানীয় মহিলাদের সাফ দাবি, এলাকায় মদ তৈরি বা বিক্রি করা যাবে না।