শ্রীনগর ও নয়াদিল্লি: গত শুক্রবার রাতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে শ্রীনগরের নওগাঁও থানায়। পুলিস, ফরেনসিক আধিকারিক সহ প্রাণ হারিয়েছিলেন অন্তত ৯ জন। ওই ঘটনার দায় স্বীকার করেছে পাকিস্তানি জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদ। রবিবার ফের সেই দাবি উড়িয়ে দিয়েছে প্রশাসন। এক শীর্ষকর্তার দাবি, এই ঘটনার সঙ্গে নাশকতার কোনও যোগ নেই। ফরেনসিকের নমুনা সংগ্রহের সময় ত্রুটির কারণেই বিস্ফোরণ হয়েছে। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। ইতিমধ্যেই দুর্ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি ও এনএসজির আধিকারিকরা।
এক তদন্তকারী অফিসার জানিয়েছেন, কয়েকটি বক্সে অ্যাসিটোফেনন, হাইড্রোজেন পারঅক্সাউইড ও সালফিউরিক অ্যাসিডের তরল মিশ্রণ ছিল। সেগুলির নমুনা পরীক্ষা করার জন্য আগুন জ্বালানো হয়েছিল। অতিরিক্ত তাপের কারণেই বিস্ফোরণ হয়। জানা গিয়েছে, বিভিন্ন শিল্পে রাসায়নিক হিসেবে প্রায়শই অ্যাসিটোফেনন ব্যবহার হয়। অত্যন্ত বিপজ্জনক ও তীব্র ক্ষমতাশালী বিস্ফোরকের জন্য প্রয়োজনীয় অ্যাসিটোন পারঅক্সাইড তৈরিতেও এটি গুরুত্বপূর্ণ উপাদান।