• আরও স্পষ্ট ভাঙন! বাড়ি ছাড়লেন লালুর আরও তিন কন্যা, টাকা-টিকিটের বিনিময়ে নাকি ‘নোংরা’ কিডনি দিয়েছি, আক্ষেপ রোহিণীর
    বর্তমান | ১৭ নভেম্বর ২০২৫
  • পাটনা: লালুর পরিবারে যে ফাটল ধরছে তা আগেই বোঝা গিয়েছিল। নির্বাচনের আগে তেজপ্রতাপ, ফল ঘোষণার পর রোহিণী, এবার বাড়ি ছাড়া পরিবারের আরও তিন সদস্য। রবিবার, দিদি রোহিণীর পথই অনুসরণ করলেন লালুর আরও তিন কন্যা। সন্তানদের নিয়ে পাটনার বাড়ি ছেড়ে দিল্লি পাড়ি দিলেন রাজলক্ষ্মী, রাগিনী ও চন্দা। এর মাধ্যমে যাদব পরিবারের ফাটল আরও স্পষ্টভাবে সকলের সামনে এল। 

    পরিবার ও দল ছাড়ার কারণ সবিস্তারে ব্যাখ্যা করেছেন রোহিণী। কারও নাম না করে তাঁর দাবি, ‘চরম অপমানিত হয়েছি। নানা অভিযোগে বিদ্ধ করা হয়েছে। আমি নাকি নোংরা কিডনি দান করেছি বাবাকে। তাও কয়েক কোটি টাকা আর ভোটের টিকিট পাওয়ার জন্য।’ ২০২৪ লোকসভা ভোটে আরজেডির হয়ে বিহারের সারন কেন্দ্র থেকে নির্বাচন লড়েন রোহিণী। সেই সুযোগ পেতেই নাকি বাবাকে কিডনি দান করেছিলেন তিনি। লালু-কন্যার দাবি তাঁর নিজের পরিবার একথা বলেছে। বিষয়টা অত্যন্ত অপমানজনক। তবে স্রেফ এই কারণে পরিবার বা দল ছাড়ার সিদ্ধান্ত নয়। রোহিণীর দাবি, তাঁকে মারতে জুতো তোলা হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘এক কন্যা, বোন, বিবাহিত মহিলা এবং এক মা অপমানিত হয়েছে। নোংরা গালিগালাজ করা হয়েছে। জুতো তোলা হয়েছিল মারার জন্য। তবু আত্মসম্মানের সঙ্গে আপস করিনি, সত্য ত্যাগ করিনি।’ আক্ষেপের সুরে তিনি আরও লেখেন, ‘আমাকে বাধ্য করা হয়েছে বাবার বাড়ি ছেড়ে যাওয়ার জন্য। আর কোনও বাড়িতে যেন রোহিণীর মতো মেয়ে বা বোন না থাকে।’ রোহিণীর এই পোষ্ট ঘিরে শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে। বিজেপির মুখপাত্র অমিত মালব্য ‘জুতো তোলা’র বিষয়টা সামনে রেখে লালুর পরিবারকে তীব্র কটাক্ষ করেছেন। উপ মুখ্যমন্ত্রী বিজয় সিনহাও প্রশ্ন তোলেন, যারা নিজের পরিবারকে একসঙ্গে রাখতে পারে না, তারা বিহার কীভাবে চালাবে? 

    অন্যদিকে, দল ও পরিবার ছাড়ার কথা জানিয়ে যে পোষ্ট রোহিণী করেছিলেন, তাতে সঞ্জয় ও রমিজের নাম ছিল। এই দুজন রোহিণীর দাদা তথা আরজেডি নেতা তেজস্বী যাদবের ঘনিষ্ঠ। তাঁরা রোহিণীকে ঠিক কী বলেছিলেন, তা আগের পোষ্টে স্পষ্টভাবে জানাননি লালু-কন্যা। এদিন তিনি বলেন, ‘আমার আর কোনও পরিবার নেই। সঞ্জয়, রমিজ এবং তেজস্বী যাদবকে জিজ্ঞাসা করুন। ওরা আমাকে পরিবার থেকে বের করে দিয়েছে। কারণ ওরা হারের দায়িত্ব নিতে চায় না।’ রোহিণীর এই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে তেজস্বীর নাম উঠে এসেছে। এমন দাবিও শোনা যাচ্ছে, রোহিণীকে মারতে জুতো তোলা বা নোংরা কিডনি সহ যাবতীয় অপমান তেজস্বীই করেছেন।  বাবা লালুপ্রসাদ যাদবের সঙ্গে রোহিণী।-ফাইল চিত্র
  • Link to this news (বর্তমান)