নয়াদিল্লি: সফল চন্দ্রযান-৩ অভিযান। ইসরোর হাত ধরে প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরু স্পর্শ করেছে ভারত। এখানেই অবশ্য থামতে রাজি নয় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। এবার তাদের পাখির চোখ ‘চন্দ্রযান-৪’। সংশ্লিষ্ট অভিযানের সাহায্যে চাঁদ থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরিয়ে আনার পরিকল্পনা নিয়েছে ইসরো। ইতিমধ্যে প্রয়োজনীয় অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। এবার উৎক্ষেপণের সম্ভাব্য সময় জানিয়ে দিলেন ইসরো চেয়ারম্যান ভি নারায়ণন। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘২০২৮ সালে চন্দ্রযান-৪ অভিযানের লক্ষ্যমাত্রা নিয়েছি।’
গত কয়েক বছরে মহাকাশ গবেষণায় একাধিক মাইলফলক স্পর্শ করেছে ইসরো। চন্দ্রাভিযানের পাশাপাশি ২০২৭ সালে মহাকাশে নভোশ্চর পাঠানোর পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে ২০৩৫ সালের মধ্যে নিজস্ব আন্তর্জাতিক স্পেস স্টেশন তৈরি করার লক্ষ্যও নেওয়া হয়েছে। ইসরো চেয়ারম্যান জানান, চলতি অর্থবর্ষ শেষ হওয়ার আগে কমপক্ষে সাতটি উপগ্রহ উৎক্ষেপণের লক্ষ্যমাত্রা রয়েছে। নারায়ণনের বক্তব্য, ‘২০২৮ সালের মধ্যে মহাকাশ স্টেশনে প্রথম পাঁচটি মডিউল কক্ষপথে পৌঁছে যাবে। ২০২৫ সালে মানবহীন অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছিল। ২০২৭ সালে নভশ্চর পাঠানোর কথা রয়েছে। এখন পর্যন্ত আমরা সেই সময়সূচি অনুযায়ী এগোচ্ছি।’