ফিরোজপুর: পাঞ্জাবে বাজারের মধ্যে খুন আরএসএস নেতার ছেলে! শনিবার রাতের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ফিরোজপুরের সাধুচাঁদ চকে। নিহত যুবকের নাম নবীন অরোরা (৩২)। তিনি আরএসএস নেতা বলদেব রাজ অরোরার ছেলে। পুলিশ জানিয়েছে, বাজারে মুদি দোকান রয়েছে নবীনের। রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় বাইকে চেপে এসে দুই ব্যক্তি তাঁর পথ আটকায়। কিছু বুঝে ওঠার আগেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁর মাথা লক্ষ্য করে গুলি চালায়। এর পরেই চম্পট দেয় তারা। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই যুবক। স্থানীয়রা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ দুই আততায়ীর খোঁজে তল্লাশি শুরু করেছে। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। কী কারণে খুন, খতিয়ে দেখছে পুলিশ। এদিকে, অপরাধীদের দ্রুত গ্রেফতারির দাবিতে মৃতের পরিবার ও ব্যবসায়ীরা এদিন থানায় বিক্ষোভ দেখান। উল্লেখ্য, নবীনের দাদুও আরএসএসের ফিরোজপুর শহরের প্রধান ছিলেন।