যেখানে এসআইআর হয়নি, সেখানে জিতেছে বিরোধীরা, দাবি কংগ্রেসের
বর্তমান | ১৭ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নির্বাচন কমিশনের ‘পরিকল্পনায়’ ভোটের মুখে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর)র কারচুপিতেই বেহাল দশা বিহারে। নাহলে ৬১ আসনে লড়ে মাত্র ছ’টি পাওয়ার কথা নয় কংগ্রেসের। যেখানে এসআইআর হয়নি, উপনির্বাচনে তার সিংহভাগই জিতেছে অন্য দল। এমনটাই দাবি কংগ্রেসের। তাই বিহারে সংগঠন যত দুর্বলই হোক না কেন, অন্তত ১২-১৫ আসন আশা করেছিল কংগ্রেস। দলের অভ্যন্তরীণ রিপোর্টও ছিল সেরকমই।
ঘটনাচক্রে, বিহারে বিজেপি বিরোধীদের বেহাল দশা হলেও একই সময়ে রাজ্যে রাজ্যে উপনির্বাচনে ফল হয়েছে ভিন্ন। এসআইআর হয়নি ঝাড়খণ্ডে। ঘাটশিলা আসন জিতেছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। পাঞ্জাবের তরণতারণ কেন্দ্রে আম আদমি পার্টি। তেলেঙ্গানার জুবিলি হিলসে কংগ্রেস। রাজস্থানে এসআইআরের প্রভাব পড়ার আগেই অন্তা কেন্দ্রের উপনির্বাচনে জিতেছে কংগ্রেস। যেখানেই এসআইআরের ভোটার তালিকায় ভোট হয়নি, সেখানে কোনও কারচুপি করার সুযোগই পায়নি বিজেপি। এমনটাই মত রাহুল গান্ধীর দলের।
তাই পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, গুজরাত, গোয়া, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের মতো যে নটি রাজ্য এবং আন্দামান নিকোবর, লাক্ষাদ্বীপ, পুদুচেরির মতো তিন কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন কমিশন ভোটার তালিকা শুদ্ধকরণের নামে স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের কাজ শুরু করেছে, সেখানকার পরিস্থিতি নিয়ে আগামী মঙ্গলবার ১৮ নভেম্বর বিশেষ বৈঠকে বসছে কংগ্রেস।