• এবার কেরলে এসআইআরের বলি বিএলও, উদ্ধার ঝুলন্ত দেহ
    বর্তমান | ১৭ নভেম্বর ২০২৫
  • তিরুবনন্তপুরম: এবার কেরলে এসআইআরের বলি হলেন এক বিএলও। কাজের চাপ সহ্য করতে না পেরে কান্নুর জেলায় আত্মঘাতী হয়েছেন অনীশ জর্জ নামে স্কুলের এক পিওন। এমনটাই অভিযোগ তাঁর ঘনিষ্ঠ এবং রাজনৈতিক দলগুলির। পায়ান্নুরে বিএলও হিসেবে কাজ করছিলেন অনীশ। রবিবার সকালে বাড়ির দোতলার হল ঘর থেকে তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এসআইআরের জেরেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে এফআইআরে উল্লেখ করেছে কান্নুর থানা। অনীশ ঘনিষ্ঠ শ্যাম নামে এক ব্যক্তি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘এসআইআর সংক্রান্ত কাজের চাপ নিয়ে সে প্রায়ই অভিযোগ করত। তবে ও এই পথ বেছে নেবে, এমনটা ভাবিনি। রবিবার রাত দু’টো পর্যন্ত এসআইআরের কাজ করেছে।’ পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় ফর্ম বিতরণ করা নিয়ে চাপে ছিল অনীশ।’ তবে অনীশের বাবা কাজের চাপের বিষয়টি উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, ‘কখনও ভাবিনি বিষয়টি এই পর্যায়ে পৌঁছবে। তাঁর মৃত্যুতে সমাজ বা কোনও ব্যক্তির ভূমিকা নেই। ওর চরিত্র অনুযায়ী কোনও কঠিন কাজকেই সে কখনও পরোয়া করেনি। উত্তেজনা থেকেই সে এমনটি করে থাকতে পারে।’ 

    কংগ্রেস নেতা রিজিল মাক্কুট্টি বলেন, ‘স্থানীয় ভোটের আগে বিজেপির এজেন্ডাকে চরিতার্থ করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। তারই জাঁতাকলে পরে প্রাণ হারালেন অনীশ।’ অন্যদিকে সিপিএম নেতা এম ভি জয়রাজন বলেন, ‘বিএলওদের কাজের চাপের বিষয়টি আগেই কমিশনকে জানিয়েছি।’ কেরলের মুখ্য নির্বাচনী আধিকারিক রতন ইউ কেলকারের কথায়, ‘পুলিশি তদন্ত চলছে। সেই রিপোর্ট সামনে এলেই বিষয়টি পরিষ্কার হবে। কাজের চাপ নিয়ে এখনও পর্যন্ত কোনও রিপোর্ট পাইনি।’
  • Link to this news (বর্তমান)