ত্রিপুরায় সীমান্তে বাড়ি থেকে উদ্ধার অস্ত্র, গ্রেফতার ১
বর্তমান | ১৭ নভেম্বর ২০২৫
বিশেষ সংবাদদাতা, আগরতলা: অবৈধ কার্যকলাপ রুখতে বিশেষ অভিযান ত্রিপুরা-বাংলাদেশ সীমান্ত এলাকায় । শনিবার রাতে সিপাহিজলা জেলার সোনামুড়া মহকুমা পুলিস ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী যৌথ অভিযান চালায়। শ্রীমন্তপুর সীমান্ত এলাকায় এই তল্লাশিতে একটি বাড়ি থেকে উদ্ধার হয়েছে পিস্তল, ম্যাগাজিন, চারটি তাজা গুলি এবং বেশ কিছু নিষিদ্ধ সামগ্রী। বাড়ির মালিক ৪৯ বছরের বাবুল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিস। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য বাবুলের স্ত্রী খুরশেদা বেগম (২৭) কেও আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বাড়ি থেকে ২৫০টি নিষিদ্ধ কাফ সিরাপের খালি বোতল, একটি ধারালো ছুরি, ১০ গ্রাম ইয়াবা ট্যাবলেট এবং ১০০টি ডায়াজেপাম (৫ মিলিগ্রাম) ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছে। এই সব কিছুই বাংলাদেশে তৈরি বলে সন্দেহ। পাচারের উদ্দেশ্যেই এগুলি আনা হয়েছিল বলে অনুমান। জেলা পুলিস সুপার বিজয় দেববর্মা জানান, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র সহ বাবুলকে গ্রেফতার করা হয়েছে। অস্ত্রের উৎস এবং সম্ভাব্য পাচারের যোগ খতিয়ে দেখতে তদন্ত চলছে। এর আগেও ধৃতের বিরুদ্ধে অভিযোগ ছিল।