• রাজ্যে দুয়ারে রেশন বন্ধ করতে সুপ্রিম কোর্টে মোদি সরকার
    বর্তমান | ১৭ নভেম্বর ২০২৫
  • সন্দীপ স্বর্ণকার, নয়াদিল্লি: গরিবদের কাজের সুযোগ থেকে বঞ্চিত করতে আদালতের নির্দেশের পরও পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজ বন্ধ রেখেছে মোদি সরকার। আবাসের টাকা মিলছে না, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার ক্ষেত্রেও বঞ্চনার বাধা আসছে দিল্লি থেকে। এবার একইভাবে কি অশক্ত গরিব মানুষের মুখের গ্রাস কেড়ে নেওয়ার উদ্যোগ? মূলত যাঁরা শারীরিকভাবে অক্ষম, তাঁদের কথা মাথায় রেখেই ‘দুয়ারে রেশন’ পরিষেবা শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন সেই প্রকল্প বন্ধ করতে সুপ্রিম কোর্টে মামলা করেছে কেন্দ্র। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের দোহাই দিয়ে বাংলায় গরিবদের ঘরে ঘরে চাল-গম পৌঁছোনো বন্ধ করতে মরিয়া মোদি সরকার। আগামী বুধবার শীর্ষ আদালতে মামলাটি শুনানির জন্য তালিকাবদ্ধ হয়েছে। উল্লেখ্য, গোটা দেশে পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যেখানে সবাই রেশন পান। বিনামূল্যে। আর মুখ্যমন্ত্রীর উদ্যোগে বহু ক্ষেত্রেই ঘরের দরজায়। কিন্তু এখন সেখানেও বাগড়া দেওয়ার অভিযোগ উঠছে মোদি সরকারের বিরুদ্ধে। 

    এনডিএ শাসিত অন্ধপ্রদেশে সম্প্রতি বন্ধ হয়েছে দুয়ারে রেশন। দিল্লিতেও অরবিন্দ কেজরিওয়াল সরকারে থাকার সময় এই প্রকল্প চালু করেছিলেন। কিন্তু কেন্দ্র চাপ দিয়ে বন্ধ করেছে। এবার টার্গেট বাংলা। পশ্চিমবঙ্গে ২০২১ সাল থেকে চলছে দুয়ারে রেশন। বহু অসুবিধার মধ্যে পড়েও এর থেকে পিছিয়ে আসেননি রেশন ডিলাররা। ‘অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনে’র সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, শীত-গ্রীষ্ম-বর্ষা, বাড়ি বয়ে রেশন দিতে অনেক সমস্যায় পড়তে হয়। দোকান থেকে দুয়ারে খাদ্যশস্য নিয়ে যেতে নষ্ট হয় চাল-গম। তা ভরপাইয়ে কেন্দ্র বাড়তি খাদ্যশস্য বা অর্থ কিছু‌ই দেয় না। ফলে আদতে দোকানদারদেরই ক্ষতির মুখে পড়তে হয় বলেই জানিয়েছেন। তারপরও মানবিকতার খাতিরে এই বিশেষ ব্যবস্থা বজায় রাখার পক্ষে তিনি। 

    দুয়ারে রেশন সংক্রান্ত দোকানদারদের এক মামলায় কলকাতা হাইকোর্টে হেরে ২০২২ সালে সুপ্রিম কোর্টে এসেছে রাজ্য সরকার। সেই মামলায় এতদিন কেন্দ্র আগ্রহ দেখাচ্ছিল না। তবে সম্প্রতি খাদ্যমন্ত্রকের ডিরেক্টর সীতারাম মিনা ২৭২ পাতার পিটিশন ফাইল করেছেন। যেখানে বলা হয়েছে, রা‌জ্য সরকার (দুয়ারে রেশন জাতীয়) তার নিজের কোনও প্রকল্পে ইচ্ছেমতো খাদ্যশস্য বণ্টন করতেই পারে। কিন্তু কেন্দ্রীয় প্রকল্পে তা চলবে না। জাতীয় খাদ্য সুরক্ষা আ‌ই঩নে এমন কোনও সুযোগ নেই। তাছাড়া চালু রয়েছে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড। ফলে যে কোনও গ্রাহক দেশের যে কোনও রেশন দোকান থেকে চাল-গম তুলতে পারেন। ফলে আইন লঙ্ঘন করছে পশ্চিমবঙ্গ সরকার। তাই দুয়ারে রেশন বন্ধ তো বটেই, রা‌জ্য সরকারকে আর্থিক জরিমানা করা হোক বলেও শীর্ষ আদালতে বক্তব্য‌ কে঩ন্দ্রের। 
  • Link to this news (বর্তমান)