সংবাদদাতা, কাকদ্বীপ: বাংলাদেশের একটি ট্রলার আটক করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। ওই ট্রলারে মোট ২৯ জন মৎস্যজীবী ছিলেন। বর্তমানে তাঁদের ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় রাখা হয়েছে। আজ, সোমবার তাঁদের কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হবে।
শনিবার গভীর রাতে আন্তর্জাতিক জল সীমানায় ভারতীয় উপকূলরক্ষী বাহিনী জাহাজ নিয়ে টহল দিচ্ছিল। তখন তারা দেখে, আমিনা গনি নামে একটি ট্রলার নিয়ে কয়েকজন ভারতীয় জল সীমানার ভিতরে মাছ ধরছেন। ট্রলারটিকে দেখে উপকূলরক্ষী বাহিনীর সন্দেহ হয়। তারা ওই ট্রলারের কাছে গিয়ে মৎস্যজীবীদের জিজ্ঞাসাবাদ শুরু করে। তাঁদের পরিচয়পত্র দেখতে চায়। পরিচয়পত্র দেখার পরই উপকূলরক্ষীরা ট্রলার সহ মৎস্যজীবীদের আটক করে। রবিবার সকালে আটক হওয়া ট্রলারটিকে নামখানার ফ্রেজারগঞ্জে নিয়ে আসা হয়।
এ বিষয়ে সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও বলেন, আটক হওয়া মৎস্যজীবীরা ফ্রেজারগঞ্জ থানায় সুস্থই রয়েছেন। সোমবার তাঁদের আদালতে তোলা হবে। নিজস্ব চিত্র