অবশেষে পুরসভার উদ্যোগে সারাই হচ্ছে বেহাল ওল্ড ক্যালকাটা রোড
বর্তমান | ১৭ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: দীর্ঘদিন খারাপ অবস্থায় পড়েছিল বারাকপুরের ওল্ড ক্যালকাটা রোড। চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল রাস্তাটি। রাস্তাজুড়ে বড় বড় গর্ত। একটু বৃষ্টি হলে আর কথা নেই! সেই জল নামতে বহু সময় লেগে যেত। স্থানীয় বাসিন্দারা পুজোর সময় দফায় দফায় অবরোধ পর্যন্ত করেছিলেন। বেহাল রাস্তা নিয়ে পোস্টার পড়েছিল বিভিন্ন জায়গায়। ওল্ড ক্যালকাটা রোডকে বহু মানুষ বি টি রোডের বিকল্প রাস্তা হিসেবে ব্যবহার করেন। রাস্তাটি মেরামতের জন্য পূর্তদপ্তরের কাছে আবেদন করেছিল বারাকপুর পুরসভা। তিন কোটি টাকার ডিপিআরও (বিস্তারিত প্রকল্প রিপোর্ট) তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু পূর্তদপ্তর এবং অর্থদপ্তর তা মঞ্জুর না করায় সংস্কার হয়নি রাস্তার। অবশেষে বারাকপুর পুরসভা নিজেই দেড় কোটি টাকা খরচ করে ওল্ড ক্যালকাটা রোড মেরামতের কাজ শুরু করেছে। যার মধ্যে ৫০ লক্ষ টাকা মিলেছে সাংসদ পার্থ ভৌমিকের এমপি তহবিল থেকে।
বারাকপুরের ১৪ নম্বর রেলগেট থেকে পাতুলিয়া পর্যন্ত আমূল পরিবর্তন হতে চলেছে ওল্ড ক্যালকাটা রোড। ঠিকাদার সংস্থাকে দ্রুত কাজ শেষ করতে বলা হয়েছে। ওই রাস্তার ধারে অনেক স্কুল বাজার এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে। স্থানীয় বাসিন্দা গোবিন্দ মুখোপাধ্যায় বলেন, এই রাস্তাটি বহু মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম। বি টি রোড না ধরে এই রাস্তা দিয়ে সোজা সোদপুর যাওয়া যায়। বর্ষার পরে এই রাস্তা চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়েছিল। অবশেষে কাজ শুরু হয়েছে, সকলের সুবিধা হবে।
বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস বলেন, ওল্ড ক্যালকাটা রোড খুবই গুরুত্বপূর্ণ রাস্তা। বৃষ্টির জেরে রাস্তাটি ভেঙেচুরে গিয়েছিল। আমরা এই রাস্তা সংস্কারের জন্য পূর্তদপ্তরকে বলেছিলাম। কিন্তু তারা রাজি না হওয়ায় পুরসভার পক্ষ থেকেই আমরা এটি মেরামত করে দিচ্ছি। আশা করছি, সাতদিনের মধ্যে রাস্তার কাজ শেষ হয়ে যাবে। আমূল বদলে যাবে ওল্ড ক্যালকাটা রোড। নিজস্ব চিত্র