• ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরি, লক্ষাধিক টাকার গয়না-নগদ নিয়ে চম্পট দুষ্কৃতীদের
    বর্তমান | ১৭ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: টানা দশদিন ফাঁকা ছিল বাড়ি। রবিবার সকালে ফিরতেই আকাশ ভেঙে পড়ল পরিবারের লোকেদের মাথায়। তাঁরা দেখলেন, বাড়িতে ঘটে গিয়েছে দুঃসাহসিক চুরি। আলমারি ভেঙে নগদ টাকা ও সোনার গয়না চুরি করে পালিয়েছে দুষ্কৃতীরা। সোনারপুর থানার চকবেড়িয়া বন্ধুমহল ক্লাবের কাছে ঘটেছে ঘটনাটি।

    বাড়ির মালিক সাহাবুদ্দিন সর্দার বলেন, ছোট মেয়ের বিয়ের জন্য টাকা ও গয়না জমিয়ে রেখেছিলাম। সব উধাও। খবর পেয়ে পুলিশ গিয়ে তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, একটি পারিবারিক বিয়ের অনুষ্ঠানে নিউটাউনে শ্বশুরবাড়ি গিয়েছিলেন সাহাবুদ্দিন। এদিন সকালে ফিরে এসে তিনি দেখেন, বাইরের লোহার গেটে তালা থাকলেও দরজার তালা ভাঙা। দু’টি ঘরের সমস্ত জিনিসপত্র তছনছ হয়ে পড়ে। আলমারি শাবলজাতীয় ভারী কোনও যন্ত্র দিয়ে ভেঙে ফেলা হয়েছে। গয়না নিয়ে বাক্সগুলি ঘরেই ফেলে দেওয়া হয়েছে। সাহাবুদ্দিনের দাবি, গয়না ও নগদ মিলিয়ে অন্তত ১০ লক্ষ টাকা খোয়া গিয়েছে। যদিও পুলিশ জানিয়েছে, চুরি যাওয়া সামগ্রীর হিসেব কষে দেখা হচ্ছে। কারা এই কাণ্ড ঘটিয়েছে, তার তদন্তও শুরু হয়েছে। এলাকায় কোনও সিসি ক্যামেরা না থাকায় কতজন এসেছিল, সেটা এখনও চিহ্নিত করা যায়নি।
  • Link to this news (বর্তমান)