• রক্তদান শিবিরের তোরণ তৈরি নিয়ে আইএসএফ-তৃণমূলের বচসা, সংঘর্ষ
    বর্তমান | ১৭ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: রক্তদান শিবিরের তোরণ তৈরিকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠল ভাঙড়। এনিয়ে আইএসএফের সঙ্গে তৃণমূল কংগ্রেস কর্মীদের হাতাহাতি হয়। অভিযোগ, আইএসএফের তৈরি করা তোরণ ভেঙে দেয় তৃণমূল। এনিয়ে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ভাঙড়ের পোলেরহাট থানার পাকাপোল সংলগ্ন ছয়ানি এলাকায়। পাল্টা শাসকদলের অভিযোগ, আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরা দুই রাউন্ড গুলি চালিয়েছে। 

    স্থানীয় সূত্রের খবর, ২৩ নভেম্বর ছয়ানি এলাকায় আইএসএফের উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। প্রস্তুতি হিসেবে সেখানে নৌশাদ সিদ্দিকির ছবি দেওয়া পোস্টার, ব্যানার সাঁটানো হচ্ছিল। অভিযোগ, সেই সময় তৃণমূলের কর্মী, সমর্থকরা হামলা চালিয়ে ওই বাঁশের তোরণ ভেঙে দেয়। এক আইএসএফ কর্মীর মোটরবাইক ভাঙচুরও করে তারা। এই খবর পেয়ে চলে আসেন আইএসএফের আরও অনেক কর্মী, সমর্থক। দুই দলই একে অপরের দিকে তেড়ে যায়। একপ্রস্থ গোলমাল হয়। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পোলেরহাট থানার পুলিশ। উভয়পক্ষকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়।

    এ বিষয়ে আইএসএফের জেলা পরিষদ সদস্য রাইনুর হক বলেন, শাসকদল পরিকল্পিতভাবে হামলা চালায় এবং রক্তদান শিবিরের জন্য তৈরি করা তোরণ ভেঙে দেয়। আমরা পুলিশকে বলব নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। 

    এদিকে, এই অভিযোগ উড়িয়ে দিয়ে ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের দলের পর্যবেক্ষক শওকত মোল্লা বলেন, ওই এলাকায় একটি রক্তদান শিবিরের জন্য তোরণ তৈরি করা হচ্ছিল। কিন্তু যে জায়গায় সেটি হচ্ছিল, সেই জমির মালিকের কোনও অনুমতি এজন্য নেওয়া হয়নি। তাই তিনি থানায় অভিযোগ দায়ের করেন। তারপরেও ওঁরা জোর করে কাজ করতে  গেলে সাধারণ মানুষ ও জমির মালিক প্রতিবাদ জানান। তখনই আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরা দু-রাউন্ড গুলি চালায়। পুলিশকে বলব অবিলম্বে অভিযুক্তদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।
  • Link to this news (বর্তমান)