দরজার তালা ভেঙে ১৫ লক্ষ টাকার গয়না চুরি, তীব্র চাঞ্চল্য
বর্তমান | ১৭ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোট দিতে বিহারে গিয়েছিলেন দম্পতি। সেই সুযোগে তাঁদের ফাঁকা বাড়ি থেকে গায়েব হল যাবতীয় সোনার অলংকার। দরজার তালা ভেঙে প্রায় ১৫ লক্ষ টাকার গয়না চুরি হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যেই থানার দ্বারস্থ হয়েছেন ওই দম্পতি। তার ভিত্তিতে মামলা রুজু করেছে একবালপুর থানার পুলিশ। খিদিরপুরের ভূকৈলাস এলাকার একটি বাড়িতে ঘটনাটি ঘটেছে। লালবাজার জানিয়েছে, ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি।
পুলিশ সূত্রে খবর, ১১ নভেম্বর বিহারে দ্বিতীয় দফার ভোট ছিল। সেখানেই গিয়েছিলেন গৃহকর্তা মহম্মদ দানিশ (৩০) ও তাঁর স্ত্রী জুহি খাতুন। ১০ নভেম্বর তাঁরা ভূকৈলাসের বাড়িতে তালা দিয়ে বের হন। ভোট দিয়ে ১৫ নভেম্বর বাড়ি ফেরেন দম্পতি। ফিরে এসে দেখেন, দরজার তালা ভাঙা। গোটা ঘর লণ্ডভণ্ড। আলমারির লক ভাঙা। ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে জামাকাপড়। আলমারির লকারের ভিতর থেকে প্রায় ১৫ লক্ষ টাকার গয়না গায়েব। নিজস্ব চিত্র