• স্ত্রীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য আনন্দপুরে, গ্রেফতার স্বামী
    বর্তমান | ১৭ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এক তরুণীর রহস্য মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে আনন্দপুর এলাকায়। বর্ষা কীর্তনিয়া (২৫) নামে ওই তরুণীকে ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁর পরিবারের দাবি, বর্ষাকে খুন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে স্বামী সুকান্ত বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ন’বছর আগে সুকান্তর সঙ্গে বর্ষার বিয়ে হয়। দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। অভিযোগ, বিয়ের পর থেকেই স্ত্রীর উপর শারীরিক ও মানসিক নির্যাতন করত স্বামী। গত ৪ নভেম্বর বর্ষা সন্ধ্যায় তাঁর মাকে ফোন করেন। কিন্তু মা তখন ফোন ধরতে পারেননি। রাতে মেয়ের মোবাইলে তিনি ফোন করলে বলা হয়, বর্ষা অসুস্থ হয়ে পড়েছে। তাই শুনে পরিবারের লোকজন বর্ষার শ্বশুরবাড়িতে আসেন। পরিবারে দাবি, সেখানে এসে তাঁরা অচৈতন্য অবস্থায় দেখতে পান মেয়েকে। জামাই জানায়, গলায় শাড়ি পেঁচিয়ে ‘আত্মহত্যার নাটক’ করতে গিয়ে মৃত্যু হয়েছে স্ত্রীর। এই নিয়ে সন্দেহ হয় পরিবারের। একটি ভিডিও ফুটেজ পরিবারের হাতে আসে। তাতে দেখা যায়, বর্ষার গলা থেকে দড়ি কাটছে স্বামী। পরিবারের দাবি, আত্মঘাতী হননি বর্ষা। তাহলে সিলিংয়ে দড়ির দাগ থাকত। তাঁকে খুন করা হয়েছে। তাঁদের অভিযোগের ভিত্তিতে কয়েকদিন আগেই গ্রেফতার করা হয় স্বামী কার্তিককে। অভিযোগকারীর আইনজীবী দীপঙ্কর বিশ্বাস বলেন, গলায় ফাঁস দিয়ে স্ত্রীকে খুন করেছে স্বামী। মৃত্যুর বিষয়টি জানাজানি হতেই তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা করে অভিযুক্ত।
  • Link to this news (বর্তমান)