মুকুটমণিপুরে বেড়াতে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত যুবক। মৃত যুবকের নাম মনোজিৎ মাহাতো (২১)। কংসাবতী জলাধারের পাড়ের রাস্তায় ৭৮ নম্বর লাইট পোস্টের সামনে দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রের খবর, রবিবার মনোজিৎ জলাধারের পাড়ের রাস্তা ধরে বাইক নিয়ে স্টান্ট করার সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ল্যাম্প পোস্টে ধাক্কা মারেন। খবর পেয়ে গোড়াবাড়ি ফাঁড়ির পুলিশ রক্তাক্ত অবস্থায় মনোজিতকে খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
পূর্বাভাস ছিলই। সেই মতো বাড়ল শহরের তাপমাত্রার পারদ। ১৭ ডিগ্রির ঘর থেকে বেড়ে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সোমবার সকালে ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস হয়, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম। রবিবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৭ ডিগ্রি কম।