• বৃহস্পতিবার গান্ধী ময়দানে নীতীশের শপথ, মন্ত্রিসভার ফর্মুলাও তৈরি
    এই সময় | ১৭ নভেম্বর ২০২৫
  • সব কিছু ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার, ২০ নভেম্বরই দশম বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন JD (U) সুপ্রিমো এবং বিহারের ‘বাজিগর’ নীতীশ কুমার। নীতীশের শপথ অনুষ্ঠানে হাজির থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সূত্রের খবর, ওই দিন অন্তত একজন উপমুখ্যমন্ত্রী শপথ নেবেন।

    বিজেপির এক সিনিয়র নেতা টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন, গান্ধী ময়দানে এই শপথগ্রহণ অনুষ্ঠান হবে। NDA-এর একাধিক শীর্ষ নেতা থাকবেন। থাকতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং, ধর্মেন্দ্র প্রধান, চিরাগ পাসওয়ান, জিতন রাম মানঝি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ একাধিক NDA শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী।

    রবিবার থেকেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। রবিবারই পাটনা জেলা প্রশাসন নোটিস দিয়ে জানিয়ে দিয়েছে, আজ, সোমবার, ১৭ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত গান্ধী ময়দান বন্ধ থাকবে। কোনও সাধারণ মানুষ এই সময়ে ময়দানে ঢুকতে পারবেন না।

    সূত্রের খবর, সমস্ত শরিক দল থেকেই মন্ত্রী থাকবে। নীতীশের ক্যাবিনেটে বিজেপির ১৬ জন, JDU-এর ১৪-১৫ জন মন্ত্রী হতে পারেন। চিরাগ পাসওয়ানের দল থেকে মন্ত্রিত্ব পেতে পারেন ৩ জন, হিন্দুস্তানি আওয়াম মোর্চা বা HAM (S), রাষ্ট্রীয় লোকমোর্চা RLM থেকে ১ জন করে মন্ত্রী হতে পারেন।

  • Link to this news (এই সময়)