• পূর্ত দপ্তরের জমিতে বেআইনি নির্মাণের অভিযোগ ঘিরে উত্তেজনা ব্যারাকপুরে
    এই সময় | ১৭ নভেম্বর ২০২৫
  • এই সময়, ব্যারাকপুর: ব্যারাকপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তালপুকুর এলাকায় পূর্ত দপ্তরের জমি দখল করে নির্মাণ কাজের অভিযোগ ঘিরে রবিবার চাঞ্চল্য ছড়ায় এলাকায়। অভিযোগ, সরকারি জমি দখল করে সেখানে উঁচু লোহার স্ট্রাকচার তৈরি করা হচ্ছিল। রবিবার এই নির্মাণকাজের প্রতিবাদে ওই জমির পাশেই থাকা এক আবাসনের বাসিন্দারা বেরিয়ে এসে বিক্ষোভ দেখান। ওই বাড়ির গৃহকর্ত্রীর সঙ্গে স্থানীয়দের বচসা বেধে যায়।

    খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় কাউন্সিলার তথা ব্যারাকপুর পুরসভার পুর পারিষদ সদস্য গীতালি বিশ্বাস। তিনি কথা বলেন দু'পক্ষের সঙ্গেই। সরকারি জমির উপরে অবৈধ ভাবে নির্মাণ কাজ করা হচ্ছিল বলে দাবি করেন তিনিও। ওই আবাসনের বাসিন্দাদের অভিযোগ, পূর্ত দপ্তরের জমি বেআইনি ভাবে দখল করে এই বাড়ি তৈরি হচ্ছে। বারবার ব্যারাকপুরের পুরপ্রধান ও স্থানীয় কাউন্সিলারকে জানালেও কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। এ বার তাঁরা আইনি ব্যবস্থা নিতে উদ্যোগী হবেন বলেও জানিয়েছেন।

    ওই আবাসনের এক বাসিন্দার দাবি, 'আমরা বেআইনি নির্মাণের প্রতিবাদ জানাতে গেলে ক্রমাগত হুমকির মুখে পড়তে হচ্ছে।' যার বিরুদ্ধে অভিযোগ সেই মঞ্জু বসুর দাবি, 'আমার পূর্বপুরুষ ১৯৫৬ সালে উদ্বাস্তু হয়ে এখানে এসেছিলেন। সরকার আমাদের এই জমিতে থাকার অধিকার দিয়েছে, তার কাগজপত্র আছে। তাই আমরা কোনও বেআইনি কাজ করছি না।'

    যদিও স্থানীয় কাউন্সিলার গীতালি বিশ্বাস বলেন, 'এটা অবৈধ নির্মাণ। আমরা বহুবার সতর্ক করেছি, কিন্তু উনি শুনছেন না। আমি নিজে সরেজমিনে ঘটনাস্থল ঘুরে দেখে পুরপ্রধানকে জানিয়েছি বিষয়টি।' পুরপ্রধান উত্তম দাস বলেন, 'বিষয়টি শুনেছি। দু'পক্ষকেই পুরসভায় ডেকে কথা বলে আইনত যা যা ব্যবস্থা নেওয়ার নেওয়া হবে।'

  • Link to this news (এই সময়)