• দূষণ সূচক ৩৫০-এর উপরেই, আজও ‘অস্বাস্থ্যকর’ দিল্লির বাতাস
    বর্তমান | ১৭ নভেম্বর ২০২৫
  • নয়াদিল্লি, ১৭ নভেম্বর: রবিবার থেকে বইছে দমকা হাওয়া। তার জেরে সামান্য উন্নতি হল দিল্লির দূষণ পরিস্থিতির। যদিও মোটেও তা সন্তোষজনক নয়। বিগত দিনগুলির মতো সোমবার সকালে ধোঁয়াশার চাদরে মুড়ে ছিল রাজধানী। বাতাসের মান এখনও ‘অস্বাস্থ্যকর’। এই নিয়ে টানা চারদিন তা ‘মারাত্মক’ স্তরে দাঁড়িয়ে আছে। আজ, সোমবার, সামগ্রিকভাবে শহরের এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই ছিল ৩৫৭। যা গত রবি ও শনিবারের তুলনায় সামান্য ভালো। তবে একাধিক স্থানের একিউআই দাঁড়িয়ে আছে ৪০০-র উপরে।

    কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, রাজধানীর ৩৯টি বায়ুর মান পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ছ’টিতে একিউআই ছিল ৪০০-র উপরে। যা ‘মারাত্মক’ বলে বিবেচনা করা হয়। এরমধ্যে সবথেকে খারাপ অবস্থা বাওয়ানার। সেখানকার একিউআই নথিভুক্ত হয়েছে ৪২৭। এছাড়া এডিটিইউ, জাহাঙ্গীরপুরি, নারেলা, রোহিনি এবং ওয়াজিরপুরে সূচক ছিল চারশোর উপরে।

    দিল্লির মাত্রাতিরিক্ত দূষণ নিয়ে একাধিকবার উদ্বেগ প্রকাশ করতে গিয়েছে সুপ্রিম কোর্টকে। বর্তমান পরিস্থিতিতে মাস্ক পরে থাকাটাও যথেষ্ট নয় বলে অতি সম্প্রতি মন্তব্য করে সর্বোচ্চ আদালত। দূষণ বাড়তে থাকায় রাজধানীতে ইতিমধ্যে ‘গ্র্যাপ স্টেজ-থ্রি’ জারি করা হয়েছে। যার ফলে কার্যকর হয়েছে বিভিন্ন বিধিনিষেধ।

    দিল্লির দূষণের অন্যতম কারণ হিসেবে ফসলের নাড়া পোড়ানোকে দায়ী করা হচ্ছে। এক্ষেত্রে সবার শীর্ষে পাঞ্জাব ও হরিয়ানা। অচিরেই এই দুই রাজ্যকে ছাপিয়ে যেতে চলেছে মধ্যপ্রদেশ।
  • Link to this news (বর্তমান)