আরও প্রায় ১ ডিগ্রি বাড়ল তাপমাত্রা, কেন শহর থেকে হঠাৎ উধাও শীত?
বর্তমান | ১৭ নভেম্বর ২০২৫
কলকাতা, ১৭ নভেম্বর: হঠাৎ ব্যাক গিয়ার দিতে শুরু করেছে শীত। ইতোমধ্যেই উধাও ঠান্ডা ঠান্ডা কুল কুল আমেজ। এর মধ্যে আরও প্রায় এক ডিগ্রি বাড়ল সর্বনিম্ন তাপমাত্রা। সকাল থেকেই চড়া রোদ। কলকাতা এবং দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় স্থানে চিত্রটা প্রায় একই।
কলকাতার আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, আজ, সোমবার সকালে অলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা নথিভুক্ত হয়েছে ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। দমদমে ১৯.২ ডিগ্রি। যা গতকালের থেকে প্রায় এক ডিগ্রি সেলসিয়াস বেশি। এদিন শহরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৮ ডিগ্রি থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
কেন শহরে পারদ ঊর্ধ্বমুখী? আবহাওয়াবিদরা জানিয়েছেন, উত্তর ভারতের ঠান্ডা হাওয়ার প্রভাব কমেছে। কলকাতার বাতাসে ঢুকেছে জলীয় বাষ্প। ফলে বেড়েছে গরম। সে কারণে সর্বোচ্চ তাপমাত্রা সামান্য হলেও বেড়েছে। এরকম হয়েই থাকে বলে মত তাঁদের। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ‘আগামী কয়েকদিনে সর্বনিম্ন তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে শহরে। মোটামুটিভাবে ১৮ থেকে ২০ ডিগ্রির মধ্যে থাকারই সম্ভাবনা।’