২৮ বছর আগে বেপাত্তা হয়ে যাওয়া স্বামী জগবন্ধু মারা গিয়েছেন বলে ধরেই নিয়েছিলেন উত্তর ২৪ পরগনার বাগদার মেহেরানি–কুরুলিয়া এলাকার বাসিন্দা সুপ্রিয়া। শ্রাদ্ধশান্তিও করে ফেলেছিলেন। এতদিন কোনও যোগাযোগ না থাকা সেই জগবন্ধুই রবিবার সন্ধ্যায় ফিরেছেন বলে পরিবারের দাবি।
‘‘ওর চেহারাটা কিছুটা ভারী হয়েছে। এ ছাড়া কোনও পরিবর্তন নেই। কথা বলে আমরা নিশ্চিত, ওই আমার স্বামী।’’— বলছেন সুপ্রিয়া। ছেলেকে চিনতে পেরেছেন বলে দাবি করেছেন জগবন্ধুর বাবা বিজয়ও। কিন্তু এতদিন তিনি কেন বাড়ি ফেরেননি বা যোগাযোগ রাখেননি, তার সদুত্তর মেলেনি বছর ঊনপঞ্চাশের ওই ব্যক্তির কাছে। তিনি শুধু বলেন, ‘‘গুজরাত, মুম্বই, বাঁকুড়া হয়ে ছত্তীসগঢ়ে থিতু হয়েছিলাম। ছত্তীসগঢ়ে যে সংস্থায় কাজ করতাম, সেখানে কাজ চলে গিয়েছে। তাই ফিরেছি। বাঁকুড়ায় ভোটার-তালিকায় নাম রয়েছে।’’
পরিবার ও প্রতিবেশীদের একাংশের দাবি, এসআইআর আতঙ্ক এবং নথি-সংক্রান্ত জটিলতাই তাঁকে ফিরে আসতে বাধ্য করেছে। কারণ, ২০০২ সালের ভোটার-তালিকায় তাঁর নাম নেই। তাঁর বাবার নাম রয়েছে। ফলে, বর্তমান এসআইআর প্রক্রিয়ায় তিনি সমস্যায় পড়তে পারেন, এমন আশঙ্কা রয়েছে। এ নিয়ে ওই ব্যক্তি মন্তব্য করতে চাননি।