বাজেয়াপ্ত নেতার মোবাইল, স্বর্ণকার খুনে উত্তর নেই বহু প্রশ্নের
আনন্দবাজার | ১৭ নভেম্বর ২০২৫
১৬ দিন পেরিয়ে গেলেও স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ ও খুনের ঘটনার এখনও পুরোপুরি কিনারা হল না। পুলিশের একটিসূত্রের দাবি, তিন জনকে গ্রেফতার করা হলেও আরও কয়েক জনের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। তদন্তে সেই সম্ভাবনা জোরালো হচ্ছে। এই ঘটনায় ধৃত তিন জনের মধ্যে সজলসরকারের মোবাইল এ বার বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। সেটি ফরেন্সিক পরীক্ষায় পাঠানো হবে। সজলের মোবাইলের কলতালিকাও খতিয়ে দেখা হবে। ঘটনার সময়ে ওই তৃণমূল নেতার অবস্থান এবং ভূমিকা যাচাই করবেন তদন্তকারীরা। এরআগে ধৃত রাজু ঢালির মোবাইলও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, সেই মোবাইল থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে।
এই ঘটনায় আগেই গ্রেফতার হওয়া রাজু এবং তুফান থাপাকে জিজ্ঞাসাবাদ করে একটি গাড়ির সন্ধান পেয়েছেন তদন্তকারীরা। যদিও অভিযোগ অনুযায়ী, দু’টি গাড়ি গোটা ঘটনায় ব্যবহৃত হয়েছে। দ্বিতীয় গাড়িটির বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রের খবর।
গত ২৯ অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে উদ্ধার হয় স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যার দেহ। তাঁকে খুন, অপহরণ-সহ একাধিকধারায় মামলা রুজু হয়। এই ঘটনায় নাম জড়িয়েছে জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণের। যদিও প্রশান্ত সমস্ত অভিযোগ খারিজ করে পাল্টা চক্রান্তের তত্ত্ব সামনে এনেছেন।
গোটা ঘটনায় উঠে আসছে আরও একাধিক প্রশ্ন। ব্যবসায়ীকে অপহরণ ও খুনের ঘটনা কিসাময়িক উত্তেজনার বশে ঘটেছিল, না কি তা ছিল পরিকল্পনামাফিক? ধৃতদের জেরা করে সেই বিষয়ে নিশ্চিত হতে চাইছে পুলিশ। এর পাশাপাশি, কেন সোনা চুরির বিষয়টি পুলিশকে জানানো হল না, তার নেপথ্যে অন্য রহস্য রয়েছে কিনা, সে সম্পর্কে এখনও অন্ধকারে তদন্তকারীরা।ঘটনাচক্রে, অভিযুক্ত বিডিও সংবাদমাধ্যমের সামনে দাবি করেছেন, তাঁর কোনও সোনা চুরি হয়নি। তিনি কোথাও যাননি। প্রশ্ন উঠেছে, যদি তা-ই হবে, তা হলে বিডিও-র নাম জড়াচ্ছে কী ভাবে?
পুলিশ সূত্রের খবর, তদন্তে সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত রাজুকে জেরা করে একটি ভিডিয়ো পুলিশের হাতে এসেছে।সূত্রের খবর, সেই ভিডিয়ো বিশ্লেষণ করে কিছু সূত্র পেয়েছেন তদন্তকারীরা। যাতে এই ঘটনায় আরও এক ব্যক্তির জড়িত থাকার সম্ভাবনা জোরদার হচ্ছে।