• ‘অপারেশন সিঁদুর ট্রেলার ছিল...’ পাকিস্তানকে হুঁশিয়ারি সেনাপ্রধানের, মুখ খুললেন চিন নিয়েও
    এই সময় | ১৭ নভেম্বর ২০২৫
  • অপারেশন সিঁদুর শুধুমাত্র ‘ট্রেলার ছিল...’ সোমবার এই ভাষাতেই পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন ভারতীয় সেনার প্রধান উপেন্দ্র দ্বিবেদী। পাকিস্তান এখনও জঙ্গি পাঠিয়ে নাশকতা (Cross Border terrorism) ঘটাচ্ছে বলে অভিযোগ সেনাপ্রধানের।

    সোমবার একটি অনুষ্ঠানে জেনারেল দ্বিবেদী বলেন, ‘যখন পাকিস্তান জঙ্গি কার্যকলাপকে উস্কে দেয়, তখন সেটা আমাদের মাথাব্যথার কারণ হয়। আমরা উন্নতির কথা বলি, কিন্তু যখনই পাকিস্তান তাতে বাধা দেওয়ার চেষ্টা করে, আমাদের পদক্ষেপ করতেই হয়। জঙ্গি এবং তাদের হ্যান্ডলারদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ করবই। যদি কোনও হুমকি-বার্তাও আসে, আমরা জানি কাকে উত্তরটা দিতে হবে।’ তাঁর আরও দাবি, ‘পাকিস্তান এখনও ক্রস বর্ডার টেররিজ়ম চালাচ্ছে। মে মাসের অপারেশন সিঁদুর শুধুমাত্র একটি ট্রেলার ছিল।’

    ২০২৫ সালে পহেলগামে জঙ্গি হামলার জবাবে ‘অপারেশন সিঁদুর’ শুরু করেছিল ভারত। পহেলগাম জঙ্গি হামলায় মারা গিয়েছিলেন ২৬ জন পর্যটক। তাঁদের ধর্মীয় পরিচয় জেনে খুন করেছিল দুষ্কৃতীরা। তারই পাল্টা ‘অপারেশন সিঁদুর’এ পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটিতে হামলা চালানো হয়েছিল। জৈশ ই মহম্মদ এবং লস্কর ই তৈবার একাধিক ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারত।

    ভারত ও চিনের মধ্যে সংঘর্ষ ও সম্পর্কে শৈত্য পেরিয়ে গিয়েছে। ২০২৪ সালের অক্টোবরের পর থেকে চিনের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো হয়েছে বলে জানিয়েছে সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলছেন, যখন রাজনৈতিক দিশা স্পষ্ট থাকে, তখন সব স্তরে সুবিধা হয়। সীমান্ত নিয়ে যত আলোচনা হবে, ততই উন্নতি হবে। তিনি এও জানিয়েছেন, সীমান্তে চিনের সঙ্গে ‘গ্রাউন্ড লেভেল কো-অপারেশন’ও বেশ ভালো হয়েছে।

  • Link to this news (এই সময়)