• কলকাতায় জমি ও সম্পত্তির পুনর্মূল্যায়ন হতে পারে, মেয়র ফিরহাদের নির্দেশের পর জোর তৎপরতা পুরসভার কর বিভাগে
    আনন্দবাজার | ১৭ নভেম্বর ২০২৫
  • কলকাতা পুরসভা এলাকায় জমি এবং সম্পত্তির করের পুনর্মূল্যায়ন হতে পারে। এমনই ইঙ্গিত মিলেছে কলকাতা পুরসভা সূত্রে। সম্প্রতি ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে মেয়র ফিরহাদ হাকিম এক বাসিন্দার ফোনে চমকে যান। বরো ১৩-র হরিদেবপুর অঞ্চলের এক মহিলা অভিযোগের সুরে মেয়রকে জানান, কলকাতা পুরসভা প্রায় ৪৫ কাঠা জমির বার্ষিক সম্পত্তিকর মাত্র ১০৪ টাকা! বিশাল জমির এত কম কর দেখে বিস্মিত হন মেয়র। বিষয়টি অস্বাভাবিক বুঝেই তিনি পুরসভার সম্পত্তিকর মূল্যায়ন এবং রাজস্ব আদায় বিভাগকে জরুরি তদন্তের নির্দেশ দেন।

    এর পরেই আলোচনায় সরগরম হয়ে ওঠে পুরসভার কর দফতর। তদন্তের কাজ শুরু হতেই সূত্রের খবর, কলকাতার জমি ও সম্পত্তির পুনর্মূল্যায়নের উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে সংযুক্ত এলাকাগুলিতে। যেমন বেহালা, কসবা, গরফা, ঠাকুরপুকুর, সরশুনা, জোকা ও হরিদেবপুরে নতুন বাড়ি ও আবাসন নির্মাণের সংখ্যা ক্রমশ বাড়ছে। এ সব অঞ্চলে পুর করের আওতায় সব সম্পত্তিকে নিয়মিত অন্তর্ভুক্ত করা জরুরি বলে মনে করছে পুরসভা। একই সঙ্গে মিউটেশন প্রক্রিয়ায় আরও জোর দেওয়া হচ্ছে, যাতে কোনও সম্পত্তি করের হিসাবের বাইরে না থাকে।

    পুরসভার এক আধিকারিক বলেন, “সম্ভবত বহু বছর ওই বড় সম্পত্তির কর পুনর্মূল্যায়ন হয়নি। হরিদেবপুরের ১২২ নম্বর ওয়ার্ডে ১০৪ কাঠা জমির কর পুরোনো হারেই থেকে গিয়েছে। মূল্যায়ন না হলে এমন ঘটনা ঘটতেই পারে। তবে আমরা উদ্যোগ শুরু করেছি যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়।” মেয়রের নির্দেশের পর ইতিমধ্যেই বিভাগীয় কর্মকর্তারা তথ্য খতিয়ে দেখা শুরু করেছেন। পুরসভা সূত্রের দাবি, শহর জুড়ে জমি ও সম্পত্তির ন্যায্য কর আদায় নিশ্চিত করতেই পুনর্মূল্যায়নের পদক্ষেপ করা হবে।
  • Link to this news (আনন্দবাজার)