২০ তারিখ গান্ধী ময়দানে নীতীশের শপথ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী মোদি
বর্তমান | ১৭ নভেম্বর ২০২৫
পাটনা ও নয়াদিল্লি, ১৭ নভেম্বর: জল্পনার অবসান। আগামী বৃহস্পতিবার বিহারে শপথ নিতে চলেছে নতুন মন্ত্রিসভা। রেকর্ড গড়ে দশমবারের জন্য মুখ্যমন্ত্রী পদে বসছেন নীতীশ কুমারই। পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে হবে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান। আমন্ত্রিতদের তালিকায় আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন সরকারের শপথগ্রহণের আগে আজ, সোমবার সকালে বর্তমান মন্ত্রিসভার শেষ বৈঠক বসে। সেখানে ক্যাবিনেট ভেঙে দেওয়ার প্রস্তাব আনুষ্ঠানিকভাবে পাশ হয়েছে। এর পরে সোজা রাজভবনে যান নীতীশ এবং নিজের পদত্যাগপত্র তুলে দেন রাজ্যপালের হাতে।
বিধানসভায় আসন সংখ্যার নিরিখে জেডিইউ-র থেকে এগিয়ে বিজেপি। ফলে মন্ত্রিসভায় তাদের বিধায়কদেরই আধিক্য দেখা যাবে। দল থেকে ১৫-১৬ জনকে মন্ত্রী করা হচ্ছে বলে খবর। সেই তালিকাও তৈরি হয়েছে। অন্যদিকে, জেডিইউ থেকে ১৪ বিধায়ক মন্ত্রিপদ পেতে পারেন। গেরুয়া শিবির সূত্রে খবর, এবারও ক্যাবিনেটে এক বা একাধিক উপমুখ্যমন্ত্রী থাকবেন। তবে চিরাগকে নিয়ে আপাতত কোনও সিদ্ধান্ত হয়নি।
২৪৩ আসনের মধ্যে বিজেপি ৮৯ ও জেডিইউ ৮৫টিতে জয়ী হয়েছে। এনডিএর আর এক শরিক লোক জনশক্তি (রামবিলাস) ১৯টি কেন্দ্র দখল করেছে। পাশাপাশি, জিতনরাম মাঝির হাম ও উপেন্দ্র কুশওয়ার আরএলএম যথাক্রমে পাঁচ ও চারটি আসনে জিতেছে। সবমিলিয়ে ম্যাজিক ফিগার ছাপিয়ে ২০০-র গণ্ডিও টপকে গিয়েছে জোট। এবার মন্ত্রিপদ বিলি নিয়ে শরিকদের মধ্যে আর কোনও বিতর্ক চাইছে না গেরুয়া থিংকট্যাংক। তাই যে দল যত আসনে জিতেছে, তার ভিত্তিতেই ক্যাবিনেটে স্থান দেওয়া হচ্ছে। এব্যাপারে সহজ পাটিগণিতের ফর্মুলাকেই মানদণ্ড ধরা হচ্ছে। ঠিক হয়েছে, প্রতিটি দল ছ’জন বিধায়ক পিছু একটি করে মন্ত্রিপদ পাবে। ছোট, বড়, মেজো সব শরিকের জন্য একই ফর্মুলা।