নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোট এগিয়ে আসতেই গোর্খাল্যান্ডের জিগির জিইয়ে রাখল কেন্দ্র। এর আগে অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার পঙ্কজ কুমার সিংকে ‘মধ্যস্থতাকারী’ হিসেবে পাহাড়ে নিয়োগ করে অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা সত্ত্বেও ‘মধ্যস্থতাকারী’ হিসেবে প্রাক্তন এই পুলিশকর্তাকে এবার কাজ শুরুর নির্দেশিকা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। এতে চূড়ান্ত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। কেন্দ্রের এই একতরফা পদক্ষেপের তীব্র বিরোধিতা করে সোমবার ফের প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন তিনি। এই পদক্ষেপকে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী বলেও মনে করিয়ে দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে মমতার অভিযোগ, রাজনৈতিক উদ্দ্যেশ্যে পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার লক্ষ্যে রাজ্যের আপত্তি উপেক্ষা করে কেন্দ্র এই পদক্ষেপ নিয়েছে। যা দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী কাজ বলেও তোপ দেগেছেন মমতা।