ফের ২৬ জন বাংলাদেশি মৎস্যজীবী গ্রেপ্তার সুন্দরবনে, ভুল করে অনুপ্রবেশ নাকি অন্য কিছু?
প্রতিদিন | ১৭ নভেম্বর ২০২৫
সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: ২৪ ঘণ্টার মধ্যে ফের বিপুল সংখ্যায় বাংলাদেশি মৎস্যজীবী আটক হলেন সুন্দরবনের ফ্রেজারগঞ্জ এলাকায়। শনিবার রাতেই ২৯ জন বাংলাদেশি মৎস্যজীবী আটক হয়েছিলেন উপকূল রক্ষী বাহিনীর হাতে। রবিবার রাতে ফের ২৬ জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করা হল। এই পরিস্থিতিতে সুন্দরবন এলাকা ও জলসীমানা এলাকায় নিরাপত্তা আরও বাড়ানো হল বলে খবর।
রবিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার ভারত-বাংলাদেশ জলপথে নজরদারি চালাচ্ছিলেন উপকূল নিরাপত্তা রক্ষী বাহিনীর আধিকারিকরা। সেসময় ভারতীয় জল সীমানার ভিতরে গভীর সমুদ্রে একটি বাংলাদেশি ট্রলার দেখা যায়। নিরাপত্তা বাহিনী ‘মায়ের দোয়া’ নামে ওই বাংলাদেশি ট্রলারটিকে দ্রুত আটক করে। সেই ট্রলারে মোট ২৬ জন বাংলাদেশি ছিলেন। রাতেই তাঁদের ফ্রেজারগঞ্জ নিয়ে আসা হয়। তাঁদের তুলে দেওয়া হয় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশের হাতে। পুলিশ ওই ২৬ জনকেই অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার করেছে।
শনিবার রাতেই ২৯ জন বাংলাদেশি মৎস্যজীবীকে সুন্দরবন এলাকার ভারতীয় জল সীমানায় আটক করা হয়েছিল। পরে তাঁদেরও গ্রেপ্তার করা হয়। গত দু’দিনে মোট ৫৫ জন বাংলাদেশি মৎস্যজীবীকে পাকড়াও করা হল ভারতীয় জল সীমানায়। আজ সোমবার ওই ৫৫ জন বাংলাদেশি মৎস্যজীবীকে কাকদ্বীপ এসিজেএম আদালতে তোলা হয়। দু’দিনের মধ্যে দু’টি মাছ ধরার ট্রলারে মোট ৫৫ জন মৎস্যজীবী গ্রেপ্তার হওয়ার ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। ভুল করে কি তাঁরা ভারতীয় জল সীমায় ঢুকে পড়েছিলেন? নাকি এর পিছনে অন্য কোনও কারণ আছে? সেসব বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ভারতীয় জল সীমান্তে আরও নিরাপত্তা বাড়ানো হয়েছে।