• জাতীয় সড়কে বাইকের বেপরোয়া গতি কেড়ে নিল প্রাণ! বর্ধমানে দুর্ঘটনায় মৃত্যু ২ বন্ধুর
    প্রতিদিন | ১৭ নভেম্বর ২০২৫
  • অর্ক দে, বর্ধমান: গভীর রাতে জাতীয় সড়কের উপর বেপরোয়াভাবে বাইক চালাচ্ছিলেন দুই বন্ধু। সেই বেপরোয়া গতিই কেড়ে নিল তাঁদের প্রাণ। পথ দুর্ঘটনায় মারা গেলেন দুই যুবক। মর্মান্তিক ওই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের শক্তিগড়ের কাছে জাতীয় সড়কে। মৃতদের নাম অনুভব মণ্ডল ও রিকি কুমার সাউ।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুই যুবকের বাড়ি বর্ধমান শহরের দিঘিরপুল এবং অঞ্জিরবাগান এলাকায়। দীর্ঘদিন ধরেই তাঁরা একে অপরের বন্ধু। রবিবার গভীর রাতে একটি বাইকে দু’জনে মিলে জাতীয় সড়ক ধরে শক্তিগড়ের দিকে যাচ্ছিলেন। গভীর রাত হওয়ায় বেপরোয়া গতিতে তাঁরা ওই বাইক চালাচ্ছিলেন বলে খবর। ওই পথেই একটি লরি আগে যাচ্ছিল। নিয়ন্ত্রণ রাখতে না পেরে বাইকটি দ্রুতগতিতে ওই লরির পিছনে গিয়ে ধাক্কা মারে।

    সংঘর্ষ এতটাই বেশি ছিল যে, দুই বন্ধু রাস্তায় ছিটকে যান। মোটরবাইকটিও দুমড়েমুচড়ে গিয়েছিল। বিকট আওয়াজ পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। খবর দেওয়া হয় শক্তিগড় থানায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘটনাস্থল থেকে দু’জনকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। দুটি মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

    মৃতদের পরিবারকে দুঃসংবাদ জানানো হয়। কান্নার রোল ওঠে বাড়িতে। ঘটনা জানাজানি হতেই এলাকায় শোকের ছায়া।
  • Link to this news (প্রতিদিন)