সাতসকালে নিউটাউনে গাড়ি আটকে উদ্ধার নগদ ৫ কোটি! এসটিএফের হাতে গ্রেপ্তার ২
প্রতিদিন | ১৭ নভেম্বর ২০২৫
অর্ণব আইচ: বঙ্গে শুরু হয়েছে এসআইআর। সামনের বছরে নির্বাচন হবে। এর আগেই সোমবার সাতসকালে নিউটাউনে উদ্ধার গাড়ি ভর্তি টাকা। রাজ্য এসটিএফ-এর হাতে গ্রেপ্তার দু’জন।
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকালে যৌথ অভিযান চালায় বেঙ্গল এসটিএফ এবং নারায়ণপুর থানা। সোমবার সকালে নারায়ণপুর থানা এলাকার বারোমাথা মোড়ের কাছে যৌথ তল্লাশি চালানো হয়। এই তল্লাশি চলার সময় বীরভূম থেকে আসা একটি স্করপিও আটক করা হয়।
তল্লাশি চালিয়ে গাড়ি থেকে পাঁচ কোটি টাকা উদ্ধার হয়েছে গাড়ি থেকে। এই ঘটনায় ৩৫ বছরের আক্রম খান এবং ৩১ বছরের ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে। দু’জনেই বীরভূমের বাসিন্দা। ওই দু’জনের বিরুদ্ধে নারায়ণপুর থানায় মামলা দায়ের করেছে পুলিশ। তদন্তের দায়িত্ব নিয়েছে বেঙ্গল এসটিএফ।
এসআইআর আবহে সপ্তাহের শুরুতেই কলকাতার বুক থেকে এত টাকা উদ্ধারের পরেই বিভিন্ন প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। কোথা থেকে এই টাকা আসছিল অথবা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল জানতে তদন্ত শুরু হয়েছে।
কিছুদিন আগেই, রহড়ার ফ্ল্যাটে বিপুল কার্তুজ উদ্ধারের ঘটনায় বেঙ্গল এসটিএফের হাতে গ্রেপ্তার হন কলকাতার শতাব্দী প্রাচীন দোকানের তিন মালিক। আগস্ট মাসে খড়দহ পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের রিজেন্ট পার্ক এলাকার পাঁচতলা আবাসনের নিচতলার ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও কাতুর্জ উদ্ধার হয়। সেই ঘটনার তদন্তে নামে রহড়া থানার পুলিশ। পরে সেই তদন্তের ভার নেয় বেঙ্গল এসটিএফ। তদন্তে পুলিশ জানতে পারে, ওই বিপুল অস্ত্রের কিছু কার্তুজ বিবাদি বাগ এলাকার নামী এই দোকানের।